আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্ রাজনীতি, ধিক্ রাজনীতিবিদ (রিঃপোষ্ট, সামান্য এডিট করা)

রাজনীতি এবং রাজনীতিবিদদের জন্যই দেশটা আজ ভাগাড়ে পরিনত হতে চলেছে। কুকুর দলের কামড়া কামড়িতে সাধারণ মানুষ আজ দিশাহারা। চোরের দল/ চাটার দল আজ নির্বিঘ্নে দেশের পাইন মারছে। দেখার কেউ নেই, যে দেখবে সেইতো আর এক ভক্ষক। রাজনীতিবিদদের জিদ, অহং, পরমত অসহিষ্ঞুতা, স্বার্থপরতা দেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে তা নিয়ে তাদের সামান্য মাথা ব্যথা নেই।

আমিই বড়, আমার দল বড়, আমার সবকিছুই বড়, অন্য সবাই কিছুই না। দুই বড় দল এবং তাদের চামচা দলগুলোর এমাত্র কাজ আন্য দলের সমালোচনা করা, তাদের বিরোধিতা করা, দেশ কিছুই না। এই অনাচারের অবসান/ বিচার একদিন হবেই, মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করেনা। আমরা সাধারন মানুষ সেই সুদিনের অপেক্ষায় থাকব। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার সিদ্ধান্তে মন্ত্রিসভার বৈঠকে আপত্তি জানান পরিকল্পনামন্ত্রী এয়ারভাইস মার্শল (অব.) একে খন্দকার ।

আর তাতে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনামন্ত্রী একে খন্দকারকে উদ্দেশ্য করে বলেন,‘এখন এতো অনেক কথা বলছেন, বঙ্গবন্ধুর লাশ যখন পড়ে ছিলো তখন তো কেউ কোনো কথা বলেননি। তখন কোথাও একটা মিসাইলও তো মারতে পারেননি। আমি যখন জেলে ছিলাম তখন কে কি করেছে সব জানি। ’ শেখ হাসিনা কি ভুলে গেছেন শেখ মুজিবর রহমান সাহেব যেদিন নিহত হন সেদিন দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল? যদিও ঘটনাটা অত্যন্ত দুখঃজনক, দেশের স্বাধীনতার রূপকারের এটা প্রাপ্য ছিলনা।

কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করেনা। রক্ষী বাহিনী, সেনা বাহিনী, RAB কাউকে ক্ষমতায় রাখতে পারেনা, পারলে আইয়ুব, ইয়াহিয়া, ব্ঙ্গবন্ধু, জিয়া, এরশাদ সবাই আজীবন ক্ষমতায় থাকতেন। আমাদের দুই নেত্রী ‘দারোগা কইছে শালার ভাই আল্লাদের আর সীমা নাই’ দলের লোক। ১/১১ এর পর জনগন হাসিনা খালেদাকে সমর্থন করেছিল কেবল মাত্র তখন তত্তবধায়ক সরকারের আড়ালে সেনাবাহিনী ছিল বলে। নতুবা মাইনাস ২ ফরমুলা তখন এবং এখন সবার হৃদয়ের দাবী।

এই মতামত একান্তই আমার নিজস্ব মতামত, দয়াকরে এর সাথে কোন রাজনৈতিক দলের মতাদর্শের সাথে মিলাবেন না। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থকল বা নাথাকল সাধারণ মানুষের কিছু আসে যায় না, তবে রাজনীতিবিদ, সমাজের সুশীলদের ঘেউ ঘেউ করতে এরকম একটা ইস্যু দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.