আমাদের কথা খুঁজে নিন

   

তোমাতে তপস্ব্যা

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না! প্রত্যাশা তোমার কাজলে কখনো বৃষ্টিরাগের চোখে কখনো ভোরের শেষ কথায়। না হয়, কান্নারঙের জলে। চাহিদা তোমার নগ্ন নূপুরে শুভ্রতা তোমার চুলে মাঝে মাঝে লুকোনো হাসি শীতের কণ্ঠঠোটেঁর সুরে। বৃষ্টিফোটা তোমার হাসিরভাজে কখনো বসন্ত বা বাড়ন্ত সময়ের অধিবেশনে। কখনো উষ্ণঅনুভূতির আবেদন আগত জড়িয়ে নেবার মাঝে। বাসনা তোমার চাদর গায়ে ফোটা অচেনা বনফুল চোখে। আধারে স্নিগ্ধতা বাসনায় বর্ষা মন দূরে চাহিদাপূরনের পায়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।