আমাদের কথা খুঁজে নিন

   

আমরা তোমাতে আছি

স্বত্ত সংরক্ষিত

আসমানী বিলাসে মাতো। ঘাসজমি গ্রাস হলো আক্রোশের চিতায়, রোগা পালিত কোন পোষ্যের অভিশাপে যেমন অভিমানী চাহিদা পুড়ে যায় ঘুমচোখো তুষের আগুনে। তুমি হেমলক,তুমি কালকেউটের ছোবল। স্কুলব্যাগের চাপে পিষ্ট পেনশনেও ভীষণ ব্যস্ত;সবাই যেমন একই জ্বরে আক্রান্ত তেমন জ্বরের কারণ তুমি। আমরা এখন ক্লান্ত- আসমানী বিলাসে মাতো।

অভিমানী চাওয়া যত সব মাটি হলো। এখন ক্লান্তি,রাতভর জাগি-ঝিঁঝিঁর বন্ধু। আমরা তোমার বৌয়ের গলার নেকলেসটা, আমরা তোমার সোনার রোলেক্স হাতঘড়িটা, পাঁচতারা আঁকা জীবনে তোমার আদব-কেতা আমরাই তা;পায়ের তালু চাটতে হলেও আমরা আছি। আসমানী বিলাসে মাতো। আমরা তোমার দয়ায় বাঁচি,কিন্তু আছি।

গায়ে গা মিশিয়ে, তোমার পায়ে পা মিলিয়ে আমরা আছি। অ। রূ মে ২৮,২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।