আমাদের কথা খুঁজে নিন

   

ভেজা কাব্য (অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশ নিষেধ ) ১৮+

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক নোমান নমি ভাই পরেরদিন পরীক্ষা বলে সুন্দর দুখান স্ট্যাটাস দিয়া পড়তে গেলেন। এই ফাঁকে আমি আর কামরুল ভাই তার স্ট্যাটাসে তাকে নিয়ে ছিনিমিনি খেলি। নীরবদাও উস্কে দেন কামরুল হাসান শাহিঃ পরীক্ষার খাতা, মাথায় ব্যাথা, ভেজা কবির, ভেজা চোখের পাতা। নিশাচর ভবঘুরেঃ ভেজা চোখের পাতা বেয়ে নামা ভেজা ভেজা স্বপ্নের ফুলঝুরি ভেজা বাতাসে ঘুম ভেঙ্গে গেলে ভেজা বিছানা হতে নেমে স্নান করি কামরুল হাসান শাহিঃ ভেজা বিছানা হতে নামে নোমান নমি কামরুল হাসান শাহিঃ ভেজা কবি, ভেজা চুল ভেজা বিছানা, কার ভুল নীরবদাঃ স্বপ্নের কামরুল হাসান শাহিঃ ভেজা কবি ভাবে আমার কি হবে কামরুল হাসান শাহিঃ স্বপ্নে ভেজাই বিছনাপাতি বউ এলে কি দিবে লাথি নিশাচর ভবঘুরেঃ ভেজা কবি ভাবে আমার কি হবে কাল থেকে কি ঘুমানোর আগেও ইয়ে পরতে হবে কামরুল হাসান শাহিঃ কবি পরে ডাইপার বউ ঘুমায় বালিশের ওই পার নিশাচর ভবঘুরেঃ এই শীতে ভেজা বিছানা অহেতুক এক যন্ত্রনা সকালে সবাই জাগিয়া কী ভাবিবে ভেজা বিছানা দেখিয়া? নিশাচর ভবঘুরেঃ গতকাল সুমনা বলেছিলো দুইদিন পরপর চাদরের দোকানে ঘটনা কি? কি হয়? তোমার মেসের ওখানে? কামরুল হাসান শাহিঃ শতী ভেজা বড়ই কষ্ট কবির যৌবন হবে কি নষ্ট নিশাচর ভবঘুরেঃ যৌবনের আগুন নিভে যায় অদ্ভুত সব ভেজা কবিতায় কামরুল হাসান শাহিঃ শুনে তাহার প্রশ্ন বান বেরিয়ে গেল কবির জান কামরুল হাসান শাহিঃ অচলীল অচলীল ভাব শুধু ভেজা কবির অভাব কামরুল হাসান শাহিঃ স্বপ্নেরই যত দোষ শীত আইছে থাকেনা হুশ নিশাচর ভবঘুরেঃ ভেজা কবি ভাবে হায়! সুমনাকে এবার কীভাবে সামলায়? বিছানা ভেজানোর কারন যদি বলে সুমনা লাথি মেরে চলে যাবে হলে। কামরুল হাসান শাহিঃ যায় যাক সমস্যা নাই বলে বেড়াবে সমস্যা এটাই।

নিশাচর ভবঘুরেঃ সুমনার হলে থাকা বর্ষার সাথে সুমনা ঘুমিয়ে গেলে কথা হয় রাতে সে যদি জেনে যায়, ভেজার কাহিনী পটবেনা আর সে, মুর্খ রমনী। কামরুল হাসান শাহিঃ ভিজো কবি ভেজাও বিছানা ভিজে যায় সব যখন তার ভাবনা কামরুল হাসান শাহিঃ রাতের শেষে যখন সূর্য হাসে ভিজা বিছানা শুকাতে দিও। দাগ সারাতে নিরমা দিও। কামরুল হাসান শাহিঃ কার কি আসে যায় কবি যদি বিছনা ভিজায় নিশাচর ভবঘুরেঃ ভেজাও বিছানা আবার শুকাও তাপে নিজেকে ভেজাও যৌবনের পাপে। কামরুল হাসান শাহিঃ জানো কবি? আকাশটাও ভিজা থাকে সেও কি স্বপ্ন দেখে? নিশাচর ভবঘুরেঃ ভেজা কবি ঘুম ভেঙ্গে ফেসবুকে ঢুকে রাগে কাঁপবে আর যাবে শুধু বিড়ি ফুকে।

কামরুল হাসান শাহিঃ জেনে যাও কাক ভাই কবির ভেজায় পাপ নাই। উৎসর্গঃ সহ্চর ভাই । যিনি এই পোষ্ট পড়ে সবচাইতে হাসবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।