আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় সরকার, আপনে ভুল জায়গায় খোঁচাচ্ছেন জনাব

যে মুখ নিয়ত পালায়......। । আওয়ামিলীগ ধরেই নিছে প্রগ্রতিশীল বা যারা মানবিক বোধরে গুরুত্ব দিয়া থাকেন তাদের কোন যাওয়ার জায়গা নাই। শেষ পর্যন্ত ভোট দিবে তাদেরই। তাই আম্লিগ তাদের উপর গোস্বা করে থাকা মৌলবাদি, কনজারভেটিভ, হাফ কনজারভেটিভ, বেশীরভাগ কনজারভেটিভ দের ভোট পাওয়ার ধান্দায় আছে।

আর ব্লগ নিয়ে যেসব ধর্ম উন্মাদ লাফাচ্ছে তারা না বুঝে লাফাচ্ছে। ব্লগে তাদের চেয়ে ধার্মিক লোকেরা আছেন। কিন্তু সরকার এই সব ধর্ম উন্মাদ দের ব্যবহার করে ব্লগ নিয়ন্ত্রন করতে চাচ্ছে। ভুলেও ভাবার কারন নাই সরকার হেফাজতে ইসলাম রে ভয় পায়। সরকার এতদিন পর একটা সুযোগ পাইছে ব্লগ রে দেখে নেয়ার।

সহজে ছাড়বে না। ব্লগের উপর সরকারের বিতৃষ্ণার কারন হল ব্লগাররা স্বাধীন। কারো টাকায় লেখে না। তাই স্বাভাবিক তাদের নিজস্ব মতই লেখায় আসে। সরকারের দূর্নীতি থেকে শুরু করে অনেক বিষয় যেগুলার ক্ষেত্রে মুল ধারার মিডিয়া যেগুলো সাধারন জনগনরে ভুল্ভাল বুঝায় তাদের টাকা দিয়া বন্ধ করা যায়।

ব্লগের ক্ষেত্রে টাকাটুকা দিয়া বন্ধ করা যাবে না। কোন দূর্নীতি অন্যায় করে ব্লগারদের সামনে দিয়ে পার পেয়ে যাওয়া যাবে না। এই খানেই ভয় সরকারের। তবে ভুল করতেছে ব্লগারদের পিছে লাইগা। The Universal declaration of Human Rights Article 19. Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.