আমাদের কথা খুঁজে নিন

   

একটা অঙ্গুরীয়ও দাসত্বের প্রতীক/ মিনা আসাদি

বাঙলা কবিতা একটা অঙ্গুরীয়ও দাসত্বের প্রতীক/ মিনা আসাদি --------------------------------------------------- জায়নামাজ নিয়ে ভাবিত নই, বরং আমি ভাবি, ওইসব শত শত সড়কের কথা অজস্র বাগানের ভেতর দিয়ে চলে গেছে যারা এবং যে সব বাগান, রেশমী সুতার গোছার মত ঝুলন্ত ফুলে-ভরা বৃক্ষাদি শোভিত; কিবলা কোনদিকে, জানি আমি; ওটা আছে শান্তির বারিধারাময় তার নিজস্ব জায়গায়; প্রতিদিনই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি চড়াই পাখির সংগীতমুখর সিল্ক-সড়কগুলোতে; মমতা কাকে বলে, জানি না; কিংবা জানি না, এ কথাও এক দেশের সাথে অন্য আরেক দেশের তফাতটাই বা কী! সুখ বলি একাকীত্বকে আর মরুভূমিকেই বলি বসতবাটি, আর যা কিছুই বিষণ্নতা দেয় আমাকে ওসবের নাম দিয়েছি প্রেম। পাঁচ- পাউন্ডের একটা নোটই আমার কাছে বিপুল সম্পদ; যারা ফুল ছেঁড়ে, তাদের আমি,অন্ধ অভিধায় ডেকে থাকি, আর জাল, জল থেকে যা মাছকে করে পৃথক, আমার চোখে, সে-ই তো এক খুনি! ঈর্ষান্বিত চোখে সমুদ্রের দিকে তাকাই আর নিজেকে বলি: "কতই না ক্ষুদ্র তুমি!" হয়তো, এই সমুদ্রও যখন মহাসমুদ্রে মেশে এমনটাই অনুভব করে সেও! রাত্রি কাকে বলে জানি না, অথচ দিনের সাথে রয়েছে আমার বিস্তর জানাশোনা। আমার বিবেচনায়, পুষ্পশোভিত একটা ঝোপই একটা জনপদ আর স্মৃতিময়তার বাগিচা জুড়ে সংক্ষিপ্ত এক ভ্রমণই, স্বাধীনতা, এবং, এমনকী, অর্থহীন যে কোনও হাসিও, আনন্দ। আমি বলি, যে কেউই বিবেচিত হতে পারে কারাপাল যদি তার দখলে থেকে থাকে কোনও খাঁচা; আর মস্তিষ্ক জুড়ে যে ভাবনাগুলো থেকে যায় বাস্তবায়নহীন সেগুলোকে দেয়াল হিসেবেই চিহ্নিত করি আমি; আমার চোখে, একটা অঙ্গুরীয়ও দাসত্বের প্রতীক। জায়নামাজ নিয়ে ভাবিত নই, বরং আমি ভাবি, ওইসব শত শত সড়কের কথা অজস্র বাগানের ভেতর দিয়ে চলে গেছে যারা এবং যে সব বাগান, রেশমী সুতার গোছার মত ঝুলন্ত ফুলে-ভরা বৃক্ষাদি শোভিত।

--------------- মিনা আসাদি : ইরানী কবি, সাংবাদিক ও সংগীত রচয়িতা। জন্ম ১৯৪৩ সালে, সারি, মাজান্দারান, ইরান। বর্তমানে সুইডেনে নির্বাসিত জীবন যাপন করছেন। ১৮ বছর বয়সেই "মিনার উপহার" নামে তার প্রথম কবিতাগ্রন্থ প্রকাশিত হয়। "পাথর ছুঁড়ছে কে" (Who throws rocks বা Che kasi zang miandazad) নামক কবিতাগ্রন্থের জন্য বিপুলভাবে আলোচিত ও খ্যাতিমান হয়ে উঠেছেন এই কবি।

এ যাবত মোট ১৪টি কবিতা-গ্রন্থের জন্ম দিয়েছেন মিনা। ----------- বাঙলায়ন : রহমান হেনরী --------------------------- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.