আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত মুগ্ধ ও সুজনের স্মরণে

প্রয়াত মুগ্ধ ও সুজনের স্মরণে হঠাৎ যেন থেমে গেল পাখির কুজন, থেমে গেল বনে বনে ভ্রমরের গুঞ্জন; শুকনো পাতার মতো ঝরে গেল গাঢ় সবুজ দুটি জীবন, চারিদিক নিস্তব্ধ করে হারিয়ে গেল প্রিয় বন্ধু মুগ্ধ-সুজন। সদাহাস্য দুটি মুখ আর কখনোই ফিরবেনা, দুঃসাহসিক অভিযানে আর কখনোই ওরা ডাকবেনা; পাহাড়ের চূড়ায় চূড়ায় আর কখনোই ওরা পতাকা ওড়াবেনা, বিপদে বন্ধুর মতো বিশ্বস্ত দুটি হাত আর কখনোই বাড়াবেনা। হে প্রিয় বন্ধু- মুগ্ধ-সুজন, প্রকৃতির কোলে খুঁজে নিয়েছো আনন্দ অনাবিল, মায়ের কোল আজ শূন্য, বেদনায় নীল; কোথাও পাইনা খুঁজে এতোটুকু শ্যামল ছায়া, শোকে শোকে হয়েছি পাথর, এমনই মায়া। ফিরবেনা জানি, গচ্ছিত রেখে গেলে একরাশ ভালবাসা, কি করে শুধবো বলো? জানি বিনিময়ের করোনি প্রত্যাশা; তবুও কষ্ট হয়, এ দেনার ভার সইবো কেমনে? বুকের ভেতরে রচেছি যে সমাধি- স্মৃতির প্রদীপ জ্বালিয়েই তা রাখবো স্মরণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.