আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত বর্ষ (কবিতা)



কুয়াশার চাদরেতে ঢাকিছে চারিদিক,
তুমি আজ বিদায় নেবে বলে।
আমি ছুটেছি তোমা পানে,
ক্লান্ত দেহে, সিক্ত আখি যুগলে।
আমি ধরিব তোমায়!
দেব নাহি যেতে
মোর ভাঙা নীড়, তটনীর তীর
তোমারে হারায়ে কাঁদে বারে বারে।
তুমি নাইবা দিয়াছ অভাগারে কিছু
নাইবা নিয়াছ অসময়ে পিছু।
তবু ভালোলাগে, ভালোবাসি তোমায়
কেহ নাহি জানে, শুধু বিনে প্রভূ।
শরতের আকাশে আবার
উড়িবে জানি জলশূন্য অম্বুরাশী
বরষায় মুষলে ঝড়িবে বাদল
আবার ভরা বানে ভরিবে নদী
গ্রীষ্মের দাবদাহে রবে না'ক তুমি
নবান্নে মাতিবে সবে, তুমি বিহনে
আবার পুষ্পমালায় ভরিবে কানন
থাকিবেনা শুধু তুমি ভরা ফাগুনে।
অনেক সাধক গেছে তোমারে ভূলি
তুমি নাকি নিষ্ঠুর অবনীর পড়ে,
তাইতো দিয়াছে বিদায় সাজিয়ে তোরণ
নতুন রে আদরেতে নিয়াছে বরে।
সময়কে নিষ্পাপ জেনো,বন্ধুর এ ভূবনে
ভোমরার কি দোষ যবে, ফুল নাই কাননে।
তাইতো শুধাই তোমায় বিদায় বেলায়,
ভূলিবনা কভু তব, ভুলনা মোরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.