আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত মাহবুব মতিন স্মরণে ...

www.cameraman-blog.com/
গতকাল আমরা কয়েকজন ব্লগার ছবির হাটে জড়ো হয়ে ছিলাম আমাদেরই সদ্য প্রয়াত এক সহ-ব্লগারকে স্মরণ করার জন্য। মাহবুব মতিন তার সাংবাদিকতা জীবনের বাইরে বেশ কিছু সংগঠন তৈরী করেছিলেন নিজ হাতে। তারমধ্যে একটি ছিল "ছোটরাই"। নিজেই ছোটদের জন্য রচনা করেছিলেন নাটক। পরিচালক নিজেই।

দেশের মধ্যে মঞ্চস্থ হয়েছিলো, হয়েছিল দেশের বাইরে ভারতে। প্ল্যান ছিলো অষ্ট্রিয়ায় মঞ্চায়নের। ছোট একটা ওয়েব সাইট ও আছে এই সংগঠনের। এখন সবই স্মৃতি। মাহবুব মতিনের সহকমীরাই এখন এইসব সংগঠনের দায়িত্ব নিতে আগ্রহী তাদের প্রিয় সহকর্মীর রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নেয়ার জন্য।

আর এতেই হয়তো মাহবুব মতিনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। আমরা যারা ব্লগার তারা কি করতে পারি ? গতকাল সেই ছোট অথচ আন্তরিক স্মরণ সভায় আমরা সেটা নিয়েই আলোচনা করেছি। ব্লগের অনেকেই এখন সন্তানের পিতা কিংবা মাতা। কেউবা অদূর ভবিষ্যতে হতে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে আমাদের সন্তানদের উপযোগী ওয়েব সাইট নাই বললেই চলে।

আর যাও বা দু'একটা আছে প্রচারের অভাবে সেগুলিও কাংখিত ইউজারদের কাছে পৌছাতে পারছে না। কৌশিক এপর্যায়ে বিডিনিউজ ২৪ এর কিডজ এর কথা বলেন। অত্যন্ত চমৎকার এই সাইটির খবর আমরা কেউ আসলে জানি না। লীনা দিলরুবার ভাষায় এইসব না জানা আর না থাকার কারণে আমাদের সন্তানরা হয়ে যাচ্ছে কম্পিউটার গেম নির্ভর আর ফেইসবুকড। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাহবুব মতিনের সহকর্মীদের সাথে আলাপ করে তার এই ছোটরাই ওয়েব সাইটির উন্নয়নের কাজটি করতে পারি।

এরজন্য কনটেন্ট তেরী, এর পরিচালনা আর রক্ষণাবেক্ষনের কাজটি করতে পারে বাচ্চাদের ব্যাপারে কাজ করতে আগ্রহী ডেডিকেটেড কিছু ব্লগার। তার সহকর্মীদের সাথে কথা বলে হয়তো সহসাই শুরু হয়ে যাবে এই কাজ। গতকালের স্মরণ সভায় চ্যানেল আই থেকে এসেছিলেন পান্থ রহমান। আর ব্লগারদের মধ্যে উপস্থিত ছিলেন লীনা দিলরুবা, কৌশিক, অন্যমনস্ক শরৎ, আবদূল্লাহ আর মনসুর, রাতমজুর, বৃত্তবন্দী, আবু সালেহ, একরামূল হক শামিম, মোজাম্মেল প্রধান, আরিফ হোসেন তুহিন (দন্ডিত), বাকি বিল্লাহ এবং ক্যামেরাম্যান। ছোটরাই সংগঠনের পক্ষ তেকে একটি ব্যানারের ব্যবস্থা করা হয়।

সবশেষে সবাই দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন। {আমি রাত ১২টার চ্যানেল আই এর সংবাদ দেখেছি সেখানে বলা হয়েছে মাহবুব মতিনের গড়া ছোটরাই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা} ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই কিডজ গতকাল আমরা কয়েকজন ব্লগার ছবির হাটে জড়ো হয়ে ছিলাম আমাদেরই সদ্য প্রয়াত এক সহ-ব্লগারকে স্মরণ করার জন্য। মাহবুব মতিন তার সাংবাদিকতা জীবনের বাইরে বেশ কিছু সংগঠন তৈরী করেছিলেন নিজ হাতে। তারমধ্যে একটি ছিল "ছোটরাই"। নিজেই ছোটদের জন্য রচনা করেছিলেন নাটক।

পরিচালক নিজেই। দেশের মধ্যে মঞ্চস্থ হয়েছিলো, প্ল্যান ছিলো দেশের বাইরে মঞ্চায়নের। ছোট একটা ওয়েব সাইট ও আছে এই সংগঠনের। এখন সবই স্মৃতি। মাহবুব মতিনের সহকমীরাই এখন এইসব সংগঠনের দায়িত্ব নিতে আগ্রহী তাদের প্রিয় সহকর্মীর রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নেয়ার জন্য।

আর এতেই হয়তো মাহবুব মতিনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। আমরা যারা ব্লগার তারা কি করতে পারি ? গতকাল সেই ছোট অথচ আন্তরিক স্মরণ সভায় আমরা সেটা নিয়েই আলোচনা করেছি। ব্লগের অনেকেই এখন সন্তানের পিতা কিংবা মাতা। কেউবা অদূর ভবিষ্যতে হতে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে আমাদের সন্তানদের উপযোগী ওয়েব সাইট নাই বললেই চলে।

আর যাও বা দু'একটা আছে প্রচারের অভাবে সেগুলিও কাংখিত ইউজারদের কাছে পৌছাতে পারছে না। কৌশিক এপর্যায়ে বিডিনিউজ ২৪ এর কিডজ এর কথা বলেন। অত্যন্ত চমৎকার এই সাইটির খবর আমরা কেউ আসলে জানি না। লীনা দিলরুবার ভাষায় এইসব না জানা আর না থাকার কারণে আমাদের সন্তানরা হয়ে যাচ্ছে কম্পিউটার গেম নির্ভর আর ফেইসবুকড। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাহবুব মতিনের সহকর্মীদের সাথে আলাপ করে তার এই ছোটরাই ওয়েব সাইটির উন্নয়নের কাজটি করতে পারি।

এরজন্য কনটেন্ট তেরী, এর পরিচালনা আর রক্ষণাবেক্ষনের কাজটি করতে পারে বাচ্চাদের ব্যাপারে কাজ করতে আগ্রহী ডেডিকেটেড কিছু ব্লগার। তার সহকর্মীদের সাথে কথা বলে হয়তো সহসাই শুরু হয়ে যাবে এই কাজ। গতকালের স্মরণ সভায় চ্যানেল আই থেকে এসেছিলেন পান্থ রহমান। আর ব্লগারদের মধ্যে উপস্থিত ছিলেন লীনা দিলরুবা, কৌশিক, অন্যমনস্ক শরৎ, আবদূল্লাহ আর মনসুর, রাতমজুর, বৃত্তবন্দী, আবু সালেহ, একরামূল হক শামিম, মোজাম্মেল প্রধান, আরিফ হোসেন তুহিন (দন্ডিত), বাকি বিল্লাহ এবং ক্যামেরাম্যান। ছোটরাই সংগঠনের পক্ষ তেকে একটি ব্যানারের ব্যবস্থা করা হয়।

সবশেষে সবাই দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন। {আমি রাত ১২টার চ্যানেল আই এর সংবাদ দেখেছি সেখানে বলা হয়েছে মাহবুব মতিনের গড়া ছোটরাই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা} ছোটরাই এর ওয়েব সাইট ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই কিডজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.