আমাদের কথা খুঁজে নিন

   

একটা প্রশ্ন

বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ূ বড় জোর এক বছর। - গত কাল পত্রিকাই ২ টা খবর পাশাপাশি ছিল। একটা হল গোলাম আযমের গ্রেফতারের আইনের শাসনের বিজয়ের স্তুতি আর একটা ছিল সাংসদ শাওনের সহচর আহমাদ হোসেন হত্যা মামলা থেকে শাওনের অব্যাহতি।!! এই রাজনৈতিক দেউলিয়াত্বকে কিভাবে আমরা এখন মূল্যায়ন করব? এই রাষ্ট্রীয় বৈপারিত্ত কিভাবে আমরা গ্রহন করব ভেবে দেখবেন? ৭১ এ হোক আর ২০১২ তে হোক- স্বজন হারানও কান্নার স্বাদটাকি সবসময় একিরকম নয়? শুধু মাত্র আওয়ামীলীগের এম পি হওয়াটাই কি শাওনের মুক্তির কারন? - আর শুধু মাত্র আওয়ামীলীগের রাজনৈতিক বিরোধিতাই কি যুদ্ধাপরাধীদের বিচারের কারন? - আমার এ প্রশ্ন গুলোর উত্তর কেউকি দিবেন? --------- আমি শুধু বলি স্বজনের রক্ত রাজনীতি বোঝেনা, শুধু বিচার বোঝে। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.