আমাদের কথা খুঁজে নিন

   

শব্দহীন ভুল জোছনায়!!!

টেনে হিঁচড়ে ফিরিয়ে নিয়ে যাবো ফেলে আসা অতীতের দিনগুলোতে। বাতাসের চলার গতি রুদ্ধ করে বের করে আনবো ধূলো জমা বিবর্ন সময়টাকে। হাতের মুঠোয় ধরে থাকা ধারালো ছুরির ফলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করবো অসহায় মুহূর্তগুলো। তারপর... অট্টহাসিতে ফেটে পড়বে মুখোশের অন্ত আমাকে একটা ক্যানভাস দাও সাথে রং তুলি আমি কিছু স্বপ্ন আঁকবো কারন আমার স্বপ্নেরা বর্ণহীন আজো! আমাকে একটা মুহূর্ত দাও আমি কিছু সুখের গল্প লিখবো নিজের মত করে ভাববো! আমাকে একটা আকাশ দাও হারিয়ে যাবো আমি তার বিশালতার মাঝে লুকিয়ে রাখবো চাপা অভিমানগুলো হিয়ার ভাঁজে! আমাকে একটা মিথ্যে প্রতিশ্রুতি দাও যাকে ঘিরে রবে হাজারো প্রত্যাশা জীবন হবে অমানিশা! আমাকে একমুঠো সুখ দাও যেখানে থাকবে না কষ্টের সীমারেখা থাকবে শুধু একবুক ভালবাসা! বিকাল থেকে রং তুলি, স্বপ্ন , আকাশ এগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিলো। প্রথম প্যারাটা লিখে ফেললাম সাথে সাথে।

এরপর শশী ভাইয়ের সাথে চ্যাট করতে করতে উনাকে দেখালাম। উনি আমাকে চেপে ধরলো এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলতে। রাতে এটা নিয়ে বসলাম। ১০ মিনিটের চেষ্টায় লিখে ফেললাম। এটা আসলে কবিতা লিখলাম না খবিতা লিখলাম বুঝালাম না।

নীরব দা সুন্দর একটা নামও দিয়ে দিলো । কি আর করার পোষ্ট দিয়ে দিলাম!!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.