আমাদের কথা খুঁজে নিন

   

লেংটা বেলা -টু- বুইড়া বেলার শেষ পর্ব আগামীকাল।

https://www.facebook.com/chairmanzerozero7 সামু তে আসার পর আমার যে লেখার কারনে সামান্য হলেও কিছু মানুষের সাথে আমার ভালো পরিচয় হয়েছে সেটা হলো আমার এই লেংটা কাল -টু- বুইড়া কাল সিরিজ। কথাটা লিখতে খুব কষ্ট হচ্ছে। তবুও আমাকে লিখতে হবে। আমি আগামিকাল আরেকটি পর্বের পোস্ট করে এই সিরিজ টি এখানেই শেষ করতে চাই। যার কয়েকটি কারন হলো- *ইদানিং আমি লক্ষ করেছি যে, আমার এই সিরিজের লেখা গুলো খুবি বাজে মানের হচ্ছে এমন কি ঐ লেখা গুলো খনও কখনও ১৮ + হয়ে যাচ্ছে যা আমার এবং অনেকেরই পছন্দ নয়।

* আমার লেখাতে ইউজ করা কিছু ওয়ার্ড কারও কারও বুঝতে সমস্যা হচ্ছে। * যাদের ( ব্লগার ) সাথে নিয়ে সিরিজ টি শুরু করেছিলাম তাদের অনেক কেই আর সাথে পাচ্ছি না। * আপনাদের বিরক্তির উদ্রেক না করেই সিরিজ টি শেষ করতে চাচ্ছি। আমি এ যাবত ১১ পর্ব লিখেছি। তাই আমার লেখা সাইপ্রাস যাত্রার মজার কাহিনী টির টাইটেল চেন্জ করে ওটাকে ১৩ তম এবং শেষ পর্ব হিসেবে রেখে ,১২ তম পর্ব টি লিখে বিদায় নিতে চাই।

আপনারা সাথে থাকলে আবার নতুন কোন সিরিজ বা লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আপনাদের সহযোগীতা এবং ভালোবাসার জন্য আমি কৃতঞ্জ । সবার জন্য শুভকামনা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.