আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগকে সুপথে ফেরার পরামর্শ কাদেরের

গত কয়েকদিনে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে মারামারির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সরকার সমর্থক এই সংগঠনটির নেতা-কর্মীদের শোধরানোর পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, “সবার আগে নিজেদের সংশোধন করতে হবে। আগে মানুষ ছাত্রনেতাদের ভালোবাসতো আর এখন ছাত্রনেতাদের দেখলে ভয় করে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। ” বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার সংগঠনের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ছাত্রলীগ।

প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক আগ মুহূর্তে প্রকৌশল, জগন্নাথ, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ ওঠে। এতে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের ছাত্র রাজনীতির বর্তমান ‘অসুস্থ’ ধারার জন্য ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত না হওয়াকেও দায়ী করেন। ’৭০ দশকের এই ছাত্রনেতা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় যোগ্য নেতা তৈরি হচ্ছে না। ২২ বছর ডাকসু নির্বাচন হচ্ছে না।

ডাকসু নির্বাচন হলে এই সময়ে ৪৪ জন ভিপি ও জিএস তৈরি হতো। “ছাত্র রাজনীতি আজ অসুস্থ হয়ে গেছে। এ অসুস্থতা দূর করতে ডাকসুসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে,” বলেন তিনি। সমাবেশে ওবায়দুল কাদের ছাড়াও সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ। অপরাজেয় বাংলায় সমাবেশের পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে ছাত্রলীগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.