আমাদের কথা খুঁজে নিন

   

‘সবার আগে ছাত্রলীগকে নিজেদের সংশোধন করতে হবে’

ছাত্রলীগকে উদ্দেশ্য করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে সবার আগে নিজেদের সংশোধন করতে হবে। সবার সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে সবার ভালোবাসা অর্জন করতে হবে। বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের চারদিকে পরিবর্তনের ঢেউ। জীবনে কোনো কিছুই অসম্ভব নয়।

ভালো কিছু করতে হলে ভালো পরিবর্তন দরকার। ছাত্রলীগের এই সাবেক সভাপতি আরো বলেন, ছাত্রলীগের যে দুর্নাম আছে বই, খাতা-কলম নিয়ে ব্রত হলেই সেই ইমেজের পরিবর্তন হবে। তিনি আরো বলেন, আগে মানুষ ছাত্রনেতাদের ভালোবাসতো। আর বর্তমানে ছাত্রনেতাদের দেখলে ভয় করে। তাই এই অবস্থা থেকে ছাত্রলীগকে বের হয়ে আসতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃপক্ষকে ছাত্র-সংসদের নির্বাচনের উদোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংসদের নির্বাচন হচ্ছে না। বিশেষ করে ২২ বছর ধরে ডাকসুর নির্বাচন হচ্ছে না। নির্বাচন না হওয়ার জন্য ছাত্র রাজনীতিতে অসুস্থতা দেখা দিয়েছে। ’ এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে ডাকসুসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের নির্বাচনের ব্যবস্থা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে বলেও মন্তব্য করনে তিনি।

তিনি বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, প্রতিদ্বন্দ্বী নির্বাচনে নির্বানের ফলাফল হাসিমুখে মেনে নিতে পারলেই গণতন্ত্রের সাফল্য আসবে। অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরিফসহ সংগঠনের কেন্দ্রীয় সাবেক ও বর্তমান নেতারা। প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু নিজ হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজ হাতে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলানিউজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.