আমাদের কথা খুঁজে নিন

   

সিক্ত শপথ

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... শোন শপথ ,বিদায় বলেছি তোমায় , হার মেনেছি নিজের কাছে , অবজ্ঞায় পর করেছি নিজেকে । আর ধীরে ধীরে আপন করেছি গুমরে মরা দীর্ঘনিঃশ্বাসের বারতা । রাখতে পারিনি তোমায় ,এখন পরাজয়ে হীন আমার আত্মা । ভ্রান্ত জগতে বিলীন আমার শপথ কৃষ্ণপক্ষ রাত্রির মতো কালো , অন্তর্যামী তৃপ্তিহীন কামনায় নির্জীব , কোন এক অশুভ ক্ষুধার তাড়নায়, আজ আমি পাগল, বদ্ধ উন্মাদ । মিথ্যা শপথের খোলসে মোড়া স্বার্থভোগী মন , ছুটেছে দুর্বার অনন্ত অসীমের তরে , সকল বিশ্বস্ত শপথের পতাকা জুড়ে , একেছি ভয়াল হতাশা আর অযোগ্যতার চিহ্ন । অবহেলা আর ঘৃণা আমায় জুড়ে- শোচনীয় পতনের পরাভবে পূর্ণ , আর প্রতারণায় সিক্ত শপথের অমোঘ বানী , তাই তো অবশেষে শপথের কাছে আমি ঘৃণিত , অবিশ্বস্ত প্রতারক। আমার মুক্তি আজ বড় জরাগ্রস্ত, বড় অসহায় । আরোগ্যের অতীত,বাঁকা হাসির মতো তীক্ষ্ণ । মুক্তির অভিনব পথের নেশায় , অনবরত ছুটে চলা ধাঁধানো মরীচিকার পিছনে ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.