আমাদের কথা খুঁজে নিন

   

পাঠকদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশ প্রতিদিন

সাফল্য, সম্ভাবনা আর অগ্রগতির ধারাবাহিকতায় আরো একটি বছর পার করলো দেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’।

আজ প্রতিষ্ঠার চতুর্থ বছর পার করে পঞ্চম বছরে পা দিয়েছে জাতীয় এ দৈনিকটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা বারিধারার ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্রতিদিন।   এর অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।   তাই সকাল থেকেই মিডিয়া হাউজে ছিলো উৎসবের আমেজ।

সাবেক রাষ্ট্রপতি, সরকারের মন্ত্রী, রাজনীতিক এবং বরেণ্য ব্যক্তিরা শুভেচ্ছা জানাতে আসেন মিডিয়া হাউজে। আসেন শীর্ষ ব্যবসায়ী, লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, অভিনেতা, শিল্পীসহ বিভিন্ন পেশাজীবীরা। ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাঠকপ্রিয় এ দৈনিকটির পঞ্চমবর্ষে পদার্পণ অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় এ দৈনিকটির সাফল্য এবং অগ্রযাত্রার পথচলাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আমন্ত্রিতরা।

দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন সাবেক রাষ্ট্রপতি ও বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এএইচএম এরশাদ, সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।

বিএনপি নেতাদের মধ্যে আসেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জেনারেল মাহবুবুর রহমান ও ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকার সাবেক মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু।

এছাড়াও শুভেচ্ছা জানাতে আসেন সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান ও প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। গণ ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, তরুণ রাজনীতিবীদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,  গোলাম মাওলা রনি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল আহসানসহ আরো অনেকেই শুভেচ্ছা জানাতে আসেন।

শুভেচ্ছা জানাতে দুপুরের দিকে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজির আহমেদ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।  

ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে আসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আনিসুল হক, সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খানসহ অন্যান্য ব্যবসায়ীরা।

সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের তারকাদেরও ছিলো সরব উপস্থিতি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন ফালু, চ্যানেল আই‘র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা পরিচালক শাইখ সিরাজ,  চিত্রনায়ক ফৌরদৌস, নৃত্যশিল্পী শামিম আরা নীপা, শিবলি মোহাম্মদ, অভিনেতা আবদুল হাই সাচ্চু, গায়ক মনির খান, এসডি রুবেল, প্রীতম, সেলিম চৌধুরী, ক্লোজ আপ তারকা বিউটিসহ বিনোদন জগতের জনপ্রিয় মডেলরা জানাতে আসেন।

বিশেষ এই আয়োজনে পত্রিকাটির লোগোর রঙের সাথে মিল রেখে বাংলাদেশ প্রতিদিনের কার্যালয় প্রাঙ্গনে স্থাপন করা হয় লাল-সবুজের বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ও অন্য পাশে অতিথি অপ্যায়নের ব্যবস্থা।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

আমন্ত্রিত অতিথিরা ছাড়াও মেজবানে অংশ নেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া পরিবারের সকল সদস্যরা।

এর আগে গতকাল দিবাগত রাতে ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান কেক কেটে সর্বাধিক পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন।

আগত অতিথিদের গান গেয়ে শোনান দেশের বিশিষ্ট শিল্পীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.