আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারস রাউণ্ড :: আলাপ :: প্রচারণা নোট

গেরিলা কথাবার্তা অনলাইনে ব্লগারদের জন্য একটি নতুন ধরণের লেখালেখির প্লাটফর্ম এর কথা ভাবছিলাম। অনেক দিন ধরেই। যেখানে মত প্রকাশের জন্য কোন 'শর্ত প্রযোজ্য' থাকবে না। বাংলাদেশ এবং বহির্বিশ্বের ব্লগাররা একই সাথে বাংলা এবং ইংরেজি ভাষায় ব্লগিং করতে পারবেন। ফলত বাংলা ভাষাভাষি এবং বহির্বিশ্বের অন্যান্যদের সাথে লেখালেখি এবং পরিচয়ের সংযোগ ঘটাবে।

নাম হবে ব্লগারস রাউন্ড ডটকম। এ বিষয়ে এখানে আলাপ চলতে পারে। খোঁচাখুঁচি করার জন্য ব্লগ সম্পর্কিত কয়েকটি পুরনো কাইজ্যার লিঙ্ক: বাংলা ব্লগের মুখবন্ধনি এবং অন্যান্য স্ট্যাটাস: ফেসবুক টাইমলাইন, কাঠগড়ায় ফেসবুক, ব্লগ: ব্লগাররা কী ভাবছেন?, লিবিয়া, এক এগার এবং বাংলাদেশে অনলাইন ভার্চুয়াল তরুণদের লড়াই , মিডিয়া বা ব্লগ এর 'অনির্যাতন' ও হিরণের ‘নির্যাতন': একটি বাখোওয়াজ, সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ, খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা, ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ, বিশ্বাসীদের অন্তর্ভূক্ত হবার আমন্ত্রণ: আমি কেন গ্রহণ করতে পারছি না প্রিয় সামহোয়ারইন, নোটন নোটন পায়রাগুলি ও কয়েক চিরকুট নোট, বিস্তর পরের নোট: ব্লগে আমার দুই বছর পূর্তিতে আড়মোড়া ও কিছু পুরনো আলাপ, বর্ষসেরা লেখা সমাচার: মানস চৌধুরীর পোষ্ট ''দেখে'' আমার প্রতিক্রিয়া, ইতিহাস তর্কের কাইজ্যা, আদালত অবমাননা ও কুটনৈতিক শিষ্টাচার, পোষ্ট মুছে ফেলার একটি নিরীহ ও প্রতীকী প্রতিবাদ। যা কাউরে আহত করবে না। আবার জননিরাপত্তার জন্য হুমকিও হবে না।

, দুটি শব্দের গ্লানি, সামহোয়ারইনের বৈপ্লবিক অবস্থান ও প্রধান বিচারপতির অসদাচরণ সমাচার!, মুক্ত গণ-মাধ্যম-ভাবনার নতুন প্লাটফর্ম: স্রেফ শুভেচ্ছা, ফেসবুক বন্ধের প্রতিবাদ জানাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.