আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারস রাইটের জন্য সোচ্চার হোন

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

মিশরের আলেক্সান্দ্রিয়ার যুবক (২২) আবদেল করিম সোলায়মান বিশ্বের প্রথম ব্লগার যিনি ব্লগানোর কারণে জেলে গেলেন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যার নিক ছিল করিম আমের। আল-আজহার বিশ্ববিদ্যালয়কে ''The University of Terrorism '' হোসনি মোবারককে কে " Dictator" বলার দায়ে এখন তিন বছরের জেল খাটবেন। পাঁচ মিনিটের কোর্ট সেশনেই শাস্তি হয়েছে, একটা পোস্ট দিতে যে সময় লাগে , তাও লাগেনি। সুতরাং গুরু সাবধান। কিন্তু এই লঘু পাপে, গুরু দন্ড দেওয়ার বিরুদ্ধে কি ব্লগারকূল কিছু বলবে না? ব্লগারকূল কি এতই হৃদয়হীন যে স্বজাতির দুর্দিনেও এগিয়ে আসবে না প্রতিবাদ নিয়ে। ব্লগারস রাইট বলে একটা কথা আছে না। কি, করবেন প্রতিবাদ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.