আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্ণ আকাশ

বিবর্ণ নীরব আজ আকাশ। পুবের সূর্য গিয়েছে পশ্চিমে, দখিনের করিেডারটা বড্ড বিমর্ষ; গোধূলী নীরব যেনো বোবা;ম্লান পশ্চিম। উত্তর দিকটাও যেনো অচেনা হয়ে যাচ্ছে আজকাল নদী হারিয়ে ফেলছে তার ভাষা। বলো,কি বলবো আমি, কি বলবো তোমায়? দেখিনি- তোমায় দেখিনি অনেক দিন---- এর বেশি অামি আর কি বলবো- এর বেশি অামি আর কি বলতে পারি? এর বেশি আমি আর কিছু জানিনা। কিছু জানিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।