আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের হামলায় মারা গেল কুয়েট ছাত্র

এবার তোরা মানুষ হবি facebook.com/tabassumDorshon অপডেট(10.30PM )সর্বশেষ যা জানলাম, যাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন- রাসেল, সঞ্জু সাহা, লেলিন, রাসেল, শুভ, সুজাত, মঞ্জু, আলাউদ্দিন, কমল, সেতু, আজাদকে,জুনায়েদ,সাইফুল,মিশু। হামলাকারীরা ছাত্রদল কর্মী জুনায়েদ ,ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকেও মারধর করে। এ দিকে পুলিশ ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার কর্মী সাইফুল ইসলাম কে ধরে নিয়ে গেছে। অপডেট(৫.3০টা): সাধারন ছাত্রদের বাচাতে গিয়ে হামলার শিকার হল শিক্ষকরা।

ছাত্রলীগের সন্ত্রাসীরা এবার শিক্ষক দের গায়েও হাত তুলেছে। কুয়েটের ছাত্রদের পছন্দের স্যার তুষার স্যার, আরিফ স্যার, আজিজ স্যার আহত হয়েছে। তুষার স্যারের মোবাইল ভেঙ্গে ফেলেছে ছাত্রলীগের সন্ত্রসীরা। অপডেট(৫.০০টা)ঃ ২ দফায় ভিসির বাড়ি ভাংচুর। পুলিশের লাঠি চার্জে আরো আর্ধ শত ছেলে আহত।

কুয়েটে এখন রন ক্ষেত্রের মত অবস্থা। তিন শত এর বেশি দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাধারন পুলিশ , ডিবি চার পাশে অবস্থান করছে। এলায় ভিতিকর পরিস্থিতি বিরাজ করছে। এলাকার বেশি ভাগ দোকান পুলিশ বন্ধ করে দিয়েছে।

থম্থমে আবস্থা। অপডেট (৪.৩০ টা)ঃকুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে প্রশাষন। সাধারন ছাত্ররা ভিসি এর অফিস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। ছাত্র ও পুলিশের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সাধারন ছাত্ররা ক্যাম্পাসে ভাগচুর চালাছে।

ছাত্রলীগ সসস্ত্র আবস্থায় মোহরা দিছে পুলিশ ও প্রশাষন নিরব। ছাত্রলীগের প্রিপারেশন দেখে অনেকেই আশঙ্কা করছে ছাত্রলীগ আবার ও পুলিশের সামনে হামলা চালাবে। খুলনা মেডিকেল থেকে ২৫ জনার ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছে। একজনার অবস্থা আশঙ্কা জনক বলেছে ডাক্তার। এছাড়া কুয়েট মেডিকেল সেন্টার থেকে ফাস্ট এইড নিয়ে গেলে অনেক ছেলে।

মেদিকেল সেন্টারে ভর্তি আছে ১০ জনার মত। বাইরে এলাকার লীগ মোহরা দিচ্ছে , ভিতরে ছাত্রলীগ । অবরুদ্ধ আবস্থায় আছে সাধারন ছাত্র রা। সর্বশেষ সংবাদ ঃ রোকেয়া হল সন্ধ্যা ৬.০০ টার ভিতরে খালি করতে বলেছে। অন্যান্য হল ও খালি করার নোটিশ দিয়েছে ।

তবে কেউ এটা মানতে চাইছেনা। আহত সং খ্যা নির্দিষ্ট নয়। কারন যাকে সামনে পেয়েছে তাকেই মেরেছে। বেশি ভাগ ছেলেকে স্টাম্প , লাঠি , রড রাম দায়ের বিপ্রিত দিক দিয়ে মেরে নিচে ফেলে লাথি মেরে ফেলে রেখে গেছে। এতে অনেকের বুকে আঘাত পেয়েছে।

আর গুরুতর আহত হয়েছে তাদের রামদা ও চেইন দিয়ে মেরেছে। মাথাই বারি দিয়েছে। আসঙ্খা জনক আবস্থাই আছে একজন। না এখনো মারা জায়নি কেউ। আহতদের ভিতরে কয়েক জনার নাম জানা গেছে।

এদের ভিতরে মেক্যানিকাল এসোসিয়েশনের GS ,EX-GS,এবং আলাউদ্দিন নামের একজনের নাম জানা গেছে। আলাউদ্দিন এর বাম হাত ভেঙ্গে গেছে। সবাই কে খুলনা মেডিকেল কলেজ হাস্পাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্পাসে এখনো আতঙ্ক বিরাজ করছে। কেউ বাইরে বেরুতে সাহস পাচ্ছে না।

তবে অনেকেই হল ছাড়া শুরু করেছে। অপডেট ২ঃএখন শেষ উপডেট হল ভেকেন্ট করার নোটিশ দিয়েছে। সাধারন ছাত্ররা নোটিশ ছিড়ে ফেলেছে। তারা ক্যাম্পাস ছারবেনা বলে সবাই জমা হচ্ছে। ক্যম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত ছাত্র দের অপডেট(৫.3০টা): সাধারন ছাত্রদের বাচাতে গিয়ে হামলার শিকার হল শিক্ষকরা। ছাত্রলীগের সন্ত্রাসীরা এবার শিক্ষক দের গায়েও হাত তুলেছে। কুয়েটের ছাত্রদের পছন্দের স্যার তুষার স্যার, আরিফ স্যার, আজিজ স্যার আহত হয়েছে। তুষার স্যারের মোবাইল ভেঙ্গে ফেলেছে ছাত্রলীগের সন্ত্রসীরা। অপডেট(৫.০০টা)ঃ ২ দফায় ভিসির বাড়ি ভাংচুর।

পুলিশের লাঠি চার্জে আরো আর্ধ শত ছেলে আহত। কুয়েটে এখন রন ক্ষেত্রের মত অবস্থা। তিন শত এর বেশি দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাধারন পুলিশ , ডিবি চার পাশে অবস্থান করছে। এলায় ভিতিকর পরিস্থিতি বিরাজ করছে।

এলাকার বেশি ভাগ দোকান পুলিশ বন্ধ করে দিয়েছে। থম্থমে আবস্থা। অপডেট (৪.৩০ টা)ঃকুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে প্রশাষন। সাধারন ছাত্ররা ভিসি এর অফিস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। ছাত্র ও পুলিশের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

সাধারন ছাত্ররা ক্যাম্পাসে ভাগচুর চালাছে। ছাত্রলীগ সসস্ত্র আবস্থায় মোহরা দিছে পুলিশ ও প্রশাষন নিরব। ছাত্রলীগের প্রিপারেশন দেখে অনেকেই আশঙ্কা করছে ছাত্রলীগ আবার ও পুলিশের সামনে হামলা চালাবে। খুলনা মেডিকেল থেকে ২৫ জনার ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছে। একজনার অবস্থা আশঙ্কা জনক বলেছে ডাক্তার।

এছাড়া কুয়েট মেডিকেল সেন্টার থেকে ফাস্ট এইড নিয়ে গেলে অনেক ছেলে। মেদিকেল সেন্টারে ভর্তি আছে ১০ জনার মত। বাইরে এলাকার লীগ মোহরা দিচ্ছে , ভিতরে ছাত্রলীগ । অবরুদ্ধ আবস্থায় আছে সাধারন ছাত্র রা। সর্বশেষ সংবাদ ঃ রোকেয়া হল সন্ধ্যা ৬.০০ টার ভিতরে খালি করতে বলেছে।

অন্যান্য হল ও খালি করার নোটিশ দিয়েছে । তবে কেউ এটা মানতে চাইছেনা। আহত সং খ্যা নির্দিষ্ট নয়। কারন যাকে সামনে পেয়েছে তাকেই মেরেছে। বেশি ভাগ ছেলেকে স্টাম্প , লাঠি , রড রাম দায়ের বিপ্রিত দিক দিয়ে মেরে নিচে ফেলে লাথি মেরে ফেলে রেখে গেছে।

এতে অনেকের বুকে আঘাত পেয়েছে। আর গুরুতর আহত হয়েছে তাদের রামদা ও চেইন দিয়ে মেরেছে। মাথাই বারি দিয়েছে। আসঙ্খা জনক আবস্থাই আছে একজন। না এখনো মারা জায়নি কেউ।

আহতদের ভিতরে কয়েক জনার নাম জানা গেছে। এদের ভিতরে মেক্যানিকাল এসোসিয়েশনের GS ,EX-GS,এবং আলাউদ্দিন নামের একজনের নাম জানা গেছে। আলাউদ্দিন এর বাম হাত ভেঙ্গে গেছে। সবাই কে খুলনা মেডিকেল কলেজ হাস্পাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্পাসে এখনো আতঙ্ক বিরাজ করছে।

কেউ বাইরে বেরুতে সাহস পাচ্ছে না। তবে অনেকেই হল ছাড়া শুরু করেছে। অপডেট ২ঃএখন শেষ উপডেট হল ভেকেন্ট করার নোটিশ দিয়েছে। সাধারন ছাত্ররা নোটিশ ছিড়ে ফেলেছে। তারা ক্যাম্পাস ছারবেনা বলে সবাই জমা হচ্ছে।

ক্যম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ছাত্র দের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.