আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের ৪০ বছর পূর্তিতে জাতির সব সুশীল, শিখিত, দেশ প্রেমিক, বিবেকের কাছে, চারাল,মূর্খ শ্রেণীর প্রতিনিধি এই আমার কিছু প্রশ্নঃ আশা করি জাতির বর্তমান জাগরিত বিবেকরা সারা দিবেন...

আমি সভ্য সমাজে চারাল শ্রেণীর একজন প্রতিনিধি বিজয়ের ৪০ বছর পূর্তিতে জাতির সব সুশীল, শিখিত, দেশ প্রেমিক, বিবেকের কাছে, চারাল,মূর্খ শ্রেণীর প্রতিনিধি এই আমার কিছু প্রশ্নঃ আশা করি জাতির বর্তমান জাগরিত বিবেকরা সারা দিবেন... ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- কারা মুখে বলে এক, করে আরেক? কারা ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে? কারা রাস্তার পাশে দাড়িয়ে প্রকিতিক কাজ সারে? কারা কলার খোসা, পানির বোতল রাস্তায় ছুরে ফেলে? কারা ট্যাক্স ফাঁকি দেয়? কারা ঘুষ খায়? কারা ইভটিছিং করে? কারা সরকারী চাকুরীর জন্য পাগল হয় ঘুষ খাওয়ার জন্য? কারা সারাদিন ইন্ডিয়ান চ্যানেল দ্যাখে, আর ইন্ডিয়াকে গালি দেয়? কারা সব ডিগ্রি নিয়েও আফসোস করে বাবার মুক্তিযোধ্মা সনদ না থাকার জন্য? কারা সন্তানের মুখে ইংলিশ কথা শুনলে বেশি খুসি হয়? কারা শিক্ষাকতা বাদ দিয়া রাজনীতিবিদদের ধামা ধরেন? কারা সরকারী হাসপটালের সেবা না দিয়া, প্রাইভেটে দিতে ভালবাশেন? কারা সাধারনের আইনের বিচার সুনিশ্চিত না করে, রাজনৈতিক উদ্দেশে বেশি ব্যবহার করেন? কারা সরকারি অফিসে টাকা ছাড়া কোন কাজ করতে চান না? কারা বিভ্রান্তিকর ভুল সংবাদ প্রদান কারেন পেপার আর টিভিতে? কারা ভালো মানুষকে এরেস্ট করে অসৎ উদেশে? কারা জেনেশুনে অধিক মুনাফার আশায় ফটকা, জুয়ায়, শেয়ারে বাবার জমানো টাকা, বউ এর গয়না বিক্রি করে টাকা খাটায়, পরে কান্নাকাটি করে? কারা সারাদিন রাজনীতিবিদদের গালাগালি করে, কিন্তু ভোটের সময় মার্কা খুঁজে? কারা দুরনিতিবাজদের ভোট দিয়া আইন তৈরি করতে পাঠায়? কারা জাকাতের টাকা ঠিক মত দেয় না? কারা সারাজিবন ঘুষ খাইয়া, শেষ বয়সে হজ্জ করে, আলহাজ টাইটেল লাগায়? কারা পরিচিতজনের সাফল্লে মনের গভিরে কস্ট পায়? কারা ছাত্রীকে নিরজাতন করে? কারা শোকের অনুশ্তান কে, উৎসবে পরিণীত করে? কারা জাতিও বিশেষ দিনে দেশ প্রেম এ পাগল, কিতু জাতিও পতাকার সঠিক মাপও জানে না। কারা নিজেদের সুশিল সমাজের প্রতিনিধি হিশাবে দাবি করে, কিন্তু মন কুটিলটায় ভরপুর। আরও কিছু প্রশ্ন ছিল কিন্তু আপাতত একটি প্রশ্ন দিয়া শেষ করছিঃ সুশীল সমাজ কি? কারা ওই সমাজের কর্তা বেক্তি???? এই দেশটা কবে আমাদের, মাণে চারাল মূর্খ শ্রেণিরও হবে????? এই দেশটা কি কি আমাদের না, যারা রাজনিতি, অরথনিতি, সমাজনীতি, পররাষটওনিতি, ভারতনিতি, পাকিনিতি কিছুই বুঝি না...............।। সুশীলদের দাপটে চারালরা আজ কিংক্রতববিমুর.....((((((((((((((

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।