আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের মাস ! "এনামুল হক বিজয়ের" মাস !!!

ওয়েস্টইন্ডিজ এর বিপক্ষে পর পর দুই ওয়ানডে বিজয়ী বাংলাদেশ টিম কে অভিনন্দন এবং "ম্যান অফ দ্যা ম্যাচ " এনামুল হক বিজয় কে !! ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্যামির টস জিতে ব্যাটিং নাকি বোলিং কোনটা নিবো ? এই অবস্থা দেখে মনে পড়ে গেল পুরানো সেই বোকা কুমিরের গল্পটা !!! ছোট বেলায় একটি গল্প পড়েছিলাম ঊপেন্দ্র কিশোর রায় চৌধূরীর গল্পটির নাম - বোকা কুমিরের কথা । আজ অনেক দিন পর আমার এই গল্পটা মনে পড়লো । সংক্ষিপ্ত আকারে গল্পটা উপস্থাপন করলামঃ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। চুক্তি অনুযায়ী কুমির ‘গাছের আগার দিক আর শিয়াল নীচের দিক নেবে বলে ঠিক করলো ।

তারপর যখন আলু হল, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এল। এনে দেখে, তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, ‘তাই তো। এবার বড্ড ঠকে গিয়েছি।

আচ্ছা, আসছে বার দেখব! এবার হল ধানের চাষ। এবার কুমির মনে ভেবেছে, আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বললে, ‘ভাই, এবারে কিন্ত আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। ’ তারপর যখন ধান হল, শিয়াল ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারি খুশি হয়ে আছে।

ভেবেছে, মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। লাভের মধ্যে খড়গুলো পেলো। তখন কুমির তো বড্ড চটেছে, আর বলছে, ‘দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি; এবারে আর আমি তোমাকে আগা নিতে দেব না। সব আগা আমি নিয়ে আসব।

’ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্যামিকে বলতে চাই টস জিতে লাভ নাই এটা বিজয়ের মাস ! "এনামুল হক বিজয়ের" মাস !!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।