আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিজয়ের কথা শুনতে চাই

বিজয়ের উৎসবে বাংলাদেশ পার করল তার চল্লিশ বছর। এবারের ১৬ই ডিসেম্বরে আমরা আবারও লাল-সবুজের পতাকা তুলে ধরেছি হৃদয়ে ও আনন্দে উদ্বেলিত হাতে। দেশে ও বিদেশের মাটিতে অহংকারের সাথে উদযাপন করছি বিজয়ের চল্লিশ বছর। লাল-সবুজের পতাকায় ছেয়ে গেছে আমাদের চার পাশ। মুক্তিযুদ্ধের বিজয় নিয়ে আমাদের গর্ব ও গৌরব সগর্বে প্রচারিত হচ্ছে সর্বত্র।

তাই, আমি বিজয়ের কথা শুনতে চাই। কিন্ত এ বিজয় রূপকথার গল্পের মতো একদিনে হয়নি। এক নদী রক্তের বিনিময়ে পাওয়া এ বিজয়ের সাথে মিশে আছে তিরিশ লক্ষ শহীদের উষ্ণ রক্ত। জানা অজানা অসংখ্য মা-বোনের সম্ভ্রম। এর পরতে পরতে মিশে আছে লক্ষ লক্ষ মানুষের আপনজন হারানোর অশ্রুভেজা বেদনা।

তাই, আমি আজ এসেছি বিজয়ের কথা শুনতে। সেসব সাহসী মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শুনতে। শুনতে এসেছি এই গর্বিত অর্জনের কথা। আবারও দেখতে চাই বিজয়ের সাহসী ও উৎসর্গিত মুক্তিযোদ্ধাদের চিত্রমালা বাকী অংশ পড়ার জন্য ক্লিক করুন লেখন-এর পাতায়: আমি বিজয়ের কথা শুনতে চাই  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।