আমাদের কথা খুঁজে নিন

   

বাসে একদিন

রামকানাই পন্ডিত (একটা ছেলে বাসে ভীড়ের মধ্যে সিট ধরে খুব কষ্টে দাড়ায়ে আছে।ছেলেটির হাতে একটা ব্যাগ । কিছুহ্ক্ষণ পরে দুটো মেয়ে উঠলে সিটে বসা দু’জন নারী দরদী ভদ্রলোক দুটো সিট ছেড়ে দেয় এবং পিছনে গিয়ে দাড়ায়। প্রথম ছেলেটি আগের মতই তার জায়গায় কোনোমতে কষ্টে দাড়ায়ে থাকে। এরপর......) মেয়েটি তাকিয়ে ছেলেটির দিকে কহে হাসিয়া তুমি কত কষ্ট পাও দাড়ায়ে থাকিয়া, আমি আছি মহাসুখে, সিটের মাঝে বসিয়া তুমি শুধু নড়া-নড়ি কর হেলিয়া দুলিয়া ।। ছেলেটি হাসিয়া কহে, সন্দেহ কি তাই কষ্ট পাই তবু তো দাড়ায়ে নিজেরি জায়গায় সিট হোক তবু উহা পরেরও দান- পারলে পরের সিট ছ্যাইড়া, আমার মত দাড়ায়ে যান । (যামানা পাল্টে গেছে ।অকৃতজ্ঞতাও বেড়ে গেছে.....)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।