আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভীড় বাসে



আমাদের গন্তব্য এক নয় আমি শেষ স্টপেজ পর্যন্ত যাবো তুমি মাঝপথে কোথাও নেমে যাবে। শেষ মুহূর্তের যাত্রীটি হন্ত-দন্ত ছুটে আসা----এই মাত্র বাসের হ্যান্ডেলে হাত সে কোথায় নামবে? হয়ত আমারি মতো শেষ স্টপেজের যাত্রী সে ও অথবা তোমার মতোই মাঝপথে কোথাও তার নির্ধারিত সীমা। আমরা এই ভীড় বাসের-- গাদাগাদি ঠাসাঠাসি পরস্পরের পা মাড়িয়ে দেওয়া সহযাত্রীরা কেউ কারো পরিচিত নই।তবু তো কেমন প্রতিবেশীসুলভ বন্ধুতা অথবা ঈর্ষা নিয়ে পথ অতিক্রম করছি; কেউ কাউকে চিনিনা----- তবু একই ঘরের বাসিন্দার মতোই ভাগ করে নিচ্ছি--ঈর্ষা-বিদ্বেষ অথবা বন্ধুত্ব নাতিদীর্ঘ এক সময়ের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.