আমাদের কথা খুঁজে নিন

   

বাসে

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
এই যে বাবা, লক্ষী ছেলে কষ্ট পেলে? রডে ঝুলে ক্লান্ত বলে হঠাৎ ব্রেকে গেছি হেলে, ব্যথা পেলে? ছিলাম ঝুলে, বুড়ো শরীর উরু ব্যথা, পায়ের হাড় যাচ্ছে খুলে ভাগ্য ভাল কনডাক্টর নিলো তুলে মাফ করে দাও, হাতের ছাতায় ভিজে গেলে এসেছি হেটে বৃষ্টি জলে ফকিরাপুলে আরাম বাগে প্রেসের কলে, ফিরতি পথে বৃষ্টি জলে ছুটছে সবাই দলে দলে কাদা জলে জোনাকী হলে, উঠছে যাত্রী দেহের বলে সীটের উপর ঝুঁকে ঝুঁকে, ব্যথা বুকে, ঠেলছে লোকে, পিছন থেকে, আসছে কে কে? ঝাপসা দেখি ছানির চোখে, রডে ঝুলে, বা-হাত ফুলে, শুনছো ছেলে কথা কথায় তুমি আবার বেজার হলে? খুব বাকি নয় গোটা তিনেক স্টপেজ গেলে নেমে যাবো বসতে পাবে পা-টা মেলে ---- ড্রাফট ১.৫
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।