আমাদের কথা খুঁজে নিন

   

বাসে সীট বিড়ম্বনা

গান গাই, আর মনরে বুঝাই প্রায় সব বাসের সামনের দিকে কিছু সীটের উপর লেখা থাকে “মহিলা ও শিশুদের জন্য ৯ টি আসন সংরক্ষিত”। কিন্তু, এরপর ও মহিলারা তাদের জন্য সংরক্ষিত সীটে বসতে পারেননা। কিছু “বেহায়া পুরুষ” আসন গুলোতে বসে থাকেন এবং তাদের চোখের সামনে মহিলা দাঁড়িয়ে থাকলে ও তারা উঠতে চান না। ভাবখানা এমন যেন “আমি চোখে দেখিনা, আগে আমাকে বলুক, তারপর না হয় উঠা যাবে”। যদি উঠার অনুরোধ ও করা হয়, অনেক “স্মার্ট” পুরুষ বলে উঠেন “আগে পেছনে বসা মহিলাদের উঠান, তারপর আমি উঠব”।

তাদের বলছি, একবার তাকিয়ে দেখুন, পেছনের সীট গুলোতে কিন্তু লেখা নেই “পুরুষদের জন্য সংরক্ষিত আসন”। এগুলো সবার বসার জন্য, যিনি আগে আসবেন, তিনিই বসবেন। পেছনে বসা মহিলাদের যে উঠে যেতে হবে, এমনটি কিন্তু নয়। আপনারা দয়া করে আমাদের মা-বোন দের সম্মান করতে শিখুন। আর নারীদের বলছি, আপনার অধিকার আপনি আদায় না করলে, বাসের অর্ধেক আসন সংরক্ষন করেও কোনো লাভ হবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।