আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ | | বড় কিছু করার জন্য বড় কোনো পদ লাগে না। লাগে একটা বড় মন, সাহস, অধ্যবসায় আর পরিশ্রম।

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!! মোবাইল অপারেটর গুলো ইদানিং অনেক ইন্সপিরেশনাল অ্যাড দিচ্ছে। বিশেষ করে গ্রামীনফোন ও রবি। অ্যাড গুলো দেখে ভাবতে ইচ্ছা হয় আসলেই "এবার হবে"... তারুণ্য একসাথে "চল বহুদূর"... কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন তারুণ্য কখন আসে। বয়সের সীমানায় তারুণ্য বাঁধা যায় না।

তারুণ্য থাকে মনে। উদ্যমী, সাহসী, পরিশ্রমী প্রতিটা মানুষই তরুণ। যখন চিত্তে ঘুণ ধরে মানষিকতা অসাড় হয়ে আসে, বুঝতে হবে বার্ধক্য গ্রাস করেছে। বার্ধক্য মনের চেতনাগুলোকে কুক্ষিগত করে রাখে। দৃষ্টির পরিসীমা কমতে থাকে।

এক সময় নিজেকে বাদ দিয়ে সারা পৃথিবী হয়ে আসে ধুসর। ধুসর জিনিস নিয়ে ভাবার কিছু থাকে না। তার জন্য কি করতে হবে তাও বোঝা যায় না। অথচ পৃথিবী তখনও তেমনই আছে। শুধু দেখার সংকীর্ণতায় বাকিটা অনর্থক।

বড় কিছু করার জন্য বড় কোনো পদ লাগে না। লাগে একটা বড় মন, সাহস, অধ্যবসায় আর পরিশ্রম। কেউ কি আসবে তা নিয়ে ভাবতে থাকলে কখনই সম্ভব না। আপনি এগিয়ে আসুন। সামর্থ্য মত চেষ্টা করুন।

পথ অবশ্যই আছে। কারণ পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। যারা সত্যিকার অর্থে নিঃস্বার্থ তাদের কোনো বাঁধা পিছুপা করতে পারে না। আপনার কাছে হয়তো এমন কোনো চিন্তা আছে যেটা অনেকের উপকার করতে পারে। আপনি সেটা বাস্তবরূপও দিতে চান, কিন্তু একা দিতে পারছেন না।

সহযাত্রী খুঁজতে থাকুন, আপনার প্রতিজ্ঞা দৃঢ় হলে আপনি খুঁজে পাবেন। নিশ্চয়ই পাবেন। যারা ভাবছে আমিও করবো, কিন্তু আগে নিজে একটা পজিশনে যাই। আপনি হয়তো এক দিন পজিশনে যাবেন। দেখবেন পায়ের নিচে শক্ত মাটি।

কিন্তু তখন আপনার ব্যাস্ত জীবন বিন্দু সময় আপনাকে দিতে নারাজ। একটু সময় পেলেই আপনি করবেন। কিন্তু একটু সময় খুঁজতে খুঁজতে আপনি সেই জায়গা থেকে অনেক দূরে সরে আসবেন যেখানে আপনার আসেপাশে আপনার প্রয়োজন। এখানে শুধু আপনি, আপনার প্রয়োজন আর বিশদ দায়িত্ব। এই অবস্থান আমাদের অতি পরিচিত।

বার্ধক্য ও তারুণ্যের মাঝামাঝি এক শূন্যস্থান। মনের তারুণ্যে বার্ধক্যের জরা আক্রমণ শুরু হয়েছে। শুধু মাত্র আপনিই নির্ণায়ক যে আপনি ত্যরুণ থাকবেন নাকি বার্ধক্যকে আলিঙ্গন করবেন। এর জন্য কোনো পথ্য নেই, চিকিৎসা নেই। আপনার সিদ্ধান্তই যথেষ্ট।

--------------------------------------- হে তরুণ, তব হৃদয়ে অসীম প্রাণের আশিস সাহস দুর্জয়, জ্বলন্ত অগ্নিবাণ। নিমিষে পুড়ে ছাড়খাড় পাপ। জল শুন্য মৃত্তিকা বুক তোমরা করিলে আবাদ। তব তারুণ্য সাম্য শীতল, ভেধহীনা, ঐক্যের জয় গান। অন্তর দৃঢ়, নিষ্পাপ।

ললাটে তোমার কেহ কি লেখে- তোমারা লিখিবে ইতিহাস! ---------------------------------------- "তরুণ" রায়ান ঋদ্ধ সকাল ১১:৪৭ শনিবার, ৬ জুলাই ২০১৩  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।