আমাদের কথা খুঁজে নিন

   

একজন বেহায়া ব্লগার!! আমি

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই United Nations: TIPAIMUKH DAM MUST BE STOPPED - Sign the Petition! একটা পোস্ট। গত কয়েক দিনে ব্লগে অনেকে লিখেছেন, অনেকে ফেসবুকে শেয়ার করেছেন, এইখানে সাইন করলে জাতিসংঘে নাকি একটা পিটিশন দাখিল হবে। এইখানে শেষ হয়নি এইটা, এইটার কার্যকারিতা এবং পিছনের উদ্দেশ্য নিয়ে অনেক পোস্ট দেখলাম। না বুঝেই ফেস বুকে শেয়ার দিলাম। এখন নিজেকে 'লুসার' মনে হচ্ছে।

অনেক সিনিয়র ব্লগাররা এইটার বিরুদ্ধে বলেছেন। এইটা দিলে ফেস বুকের আইডি হ্যাক হবে! মেইল আইডি দিয়ে অনেক ব্যাবসা হবে! এই সাইন গুলো দিয়ে নাকি যুদ্ধাপরাধীদের বিচার আটকে দেওয়া হতে পারে!!! কি ভয়ঙ্কর!! যেই ভাইরা এই পোস্টগুলো দিয়েছেন, আমার পূর্ণ আস্থা আছে উনাদের নীতি, বুদ্ধি এবং ব্লগের পোস্ট ও কমেন্টগুলোর প্রতি। আমার এই আস্থা আরও দৃঢ় হয়েছে, যখন দেখেছি উনারা স্বাধীনতার স্বপক্ষে অবস্থানকারী গর্বিত ব্লগার। উনারা কি ভুল বলতে পারেন!! আমি এখন একটু কল্পনা মিশ্রিত একটি প্রশ্নের উত্তর চাই, যদি আপনারা ১৯৭১ এ থাকতেন, তাহলে কি করতেন?? একটি দেশ স্বাধীন হবে কি না হবে!! ২৬ শে মার্চ নিশ্চয়ই কেউ নিশ্চিত ছিলনা। কিন্তু জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা সেইদিন যুদ্ধে চলে গিয়েছিল।

কি বোকা!! আসলে ফেস বুকের মজা তো উনারা পান নাই। তাই আমিও আমার ফেসবুকের প্রায় শ'খানেক মেয়ে বান্ধবীকে শ্রদ্ধা দেখিয়ে আর বেশি শেয়ার দিলামনা। যাদেরকে দিয়েছিলাম তাদেরকেও অনুরোধ করলাম যে সাইন না করার জন্য। তিস্তা, টিপাইমুখ, তিতাসের চেয়ে আমার ফেসবুক অনেক মুল্যবান, জীবনের প্রকৃত মজা যে এইখানেই নিহিত । কি ব্যাপার! আমি তো কখনই সুশীল ছিলামনা, হঠাৎ নিজেকে এতো বেহায়া, নির্লজ্জ মনে হচ্ছে কেন!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.