আমাদের কথা খুঁজে নিন

   

আমিও ঝুলে থাকি বুকে ক্ষত নিয়ে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে এই সবুজের ডালে কোন পাখির বাসা হলোনা ____________________________ বড়ই নির্মম আহা সবুজ আমার তোমার অন্তর বুঝবার ক্ষমতা বুঝি আমার হয়ে উঠলোনা আর! আমার খুব পাশে দাড়িয়ে থাকা সবুজ, তার একটু পাশ দেয়ালে আটকে থাকা সবুজ, আমার পায়ের তলায় লেপ্টে থাকা সবুজ আর আমার অক্ষিগোলকে জমতে জমতে কমতে থাকা সবুজ, এই সবুজের ডালে কোন পাখির বাসা হলোনা।। _______ আমিও ঝুলে থাকি বুকে ক্ষত নিয়ে ______________________ কতটুকু সবুজ হলে তুমি অরণ্য হয়ে যাও, কতটুকু সময় পেরিয়ে গেলে তুমি স্মৃতিহীন হয়ে যাও- অধরা তোমার মতো সেই বৃক্ষটিও আমার প্রিয়ছিলো একদা তার অপরিণত লতায় ঝুলে ছিলো অরণ্য মানব কখনোবা বন্য, কখনোবা ঝুলে ছিলো অতিকায় দানব আমিও ঝুলে ছিলাম এখনো ঝুলে থাকি বুকে ক্ষত নিয়ে।। ______________________________ __________________বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।