আমাদের কথা খুঁজে নিন

   

আমিও ব্লগার(!)

বুয়েট সিএসই '১০ এর ছাত্র। অনন্তকাল(আসলে মাত্র সাত মাস) ধরে ব্লগ পড়ার পর অবশেষে আমিও কলম ধরলাম ব্লগে। শুরু হল ব্লগার হিসেবে আমার নতুন যাত্রা। কম্পিউটার ২০০৮ এ কেনা হলেও নেট কানেকশন নিতে ২০১০ এর শেষ পর্যন্ত অপেক্ষা করার একটাই কারণ-পড়ালেখা। এখন হাড়ে হাড়ে বুঝছি সেই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল। নেট নেবার পর থেকে পড়ালেখা মাথায় উঠেছে ইন্টারনেট হাতে আসার পর থেকেই ফেসবুকের পাশাপাশি আমার নিত্যসঙ্গী হয়ে ছিল সামহোয়্যারইন। এখন যদিও অন্যান্যগুলোতেও যাই, তবে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সামুতেই, যেটা অন্যান্যগুলোতে কাটানো সময়ের চেয়ে অনেক অনেক বেশি। ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।