আমাদের কথা খুঁজে নিন

   

আমিও মগা



সকালে মার্কেটে গিয়েছিলাম। প্রথমেই পিচ্চি ভাগ্নেটার জন্য টুকটাক কেনাকাটা করলাম। এরপর চশমার দোকানে গিয়ে চশমা পছন্দ করা শুরু করলাম। একটার পর একটা পরে পরে দেখছি। হঠাৎ এক লোক হন্তদন্ত হয়ে ঢুকে বলল, ভাই এখানে একটা প্যাকেট রেখে গিয়েছিলাম কালকে, পেয়েছেন নাকি।

দোকানের লোকজন বলল, না ভাই আমরা তো কোন প্যাকেট পাইনি, হয়ত অন্য কোন দোকানে রেখেছেন। লোকটা পাশের দোকানে গেল খুঁজতে। আমি মনে মনে ভাবলাম, এমনও মগা পাবলিক হয়, পুরো একদিন পর মনে পড়েছে দোকানে প্যাকেট ফেলে গেছে, তাও আবার কোন দোকানে ফেলে গেছে তাও মনে নেই। অনেক গুলো চশমা দেখে একটা পছন্দ করলাম। দাম মিটিয়ে বের হয়ে অন্যান্য কেনাকাটা করতে থাকলাম।

প্রায় ২০ মিনিট পর খেয়াল হল, আরে আমার হাতে একটা প্যাকেট ছিল পিচ্চি ভাগ্নের জিনিসপত্রের। কোথায় রাখলাম ওটা, মনে পড়েছে, ঐ চশমার দোকানেই। আবার গেলাম ঐ দোকানে। লোকটাকে বললাম, ভাই আমি মনে হয় একটা প্যাকেট ফেলে গেছি। লোকটা বলল, হ্যাঁ আপা এই যে রেখে দিয়েছি, দেখে নেন সব ঠিক আছে কি না।

চট করে দেখে নিয়ে 'ঠিক আছে, থ্যাংকস' বলে তাড়াতাড়ি বের হয়ে গেলাম, আর কেউ দেখার আগেই। নাহ, আমিও মগাই হয়ে গেলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।