আমাদের কথা খুঁজে নিন

   

আমিও নষ্টদের দলে যাব.......।

যান্ত্রিকতার স্বরচিত কারাগারে আমি এক অযান্ত্রিক মানুষ আমি উচ্ছন্নে যাব । হ্যা, আমি উচ্ছন্নে যাব । আমার চারপাশের এই সব রাজা প্রজাদের রং-তামাসায় অতিষ্ঠ আমি নষ্টদের দলে ফিরব । এক প্রাজ্ঞ জনের কাছে শুনেছিলাম “একদিন এই দেশ নষ্টদের অধিকারে যাবে । ” হ্যা, আজ নষ্টরা এই দেশ অধিকার করে নিয়েছে ।

আমিও তার ভাগ চাই , আমিও নষ্ট হয়ে যেতে চাই । আমার পাপভারে একদিন এই মাটি কেপে উঠবে । একদিন আমার পাপ-স্পর্শে বর্ষার কদম ফুলে ভরা গাছ নুইয়ে পড়বে, শরতের স্নিগ্ধ আকাশ কালো হয়ে আসবে । আমার জন্মদাতা আর গর্ভধারিণি আমাকে জন্মদেয়ার প্রায়শ্চিত্ব করবে আত্ম-হণনে । আমি এতটাই নষ্ট হয়ে যাব ।

কিন্তু তারপরও বিধাতা আমাকে ভালোবাসতে বাধ্য হবেন । কারণ আমি নষ্ট হচ্ছি - কারণ ওরা আমাকে নষ্ট করছে । আমি প্রতিদিন সকালে উঠে পাখির গান শুনতে চেয়েছিলাম । কিন্তু ওরা আমাকে প্রতিদিন ভোরে আমার ধর্ষিতা বোনের আর্তনাদ শুনিয়েছে । ছোটবেলায় যখন বাবা আমাকে হাত ধরে হাটতে হাটতে দুনিয়া দেখাতে নিয়ে যেতেন , তখন আমি চেয়েছিলাম বড় হয়ে বাবাকে হাত ধরে নতুন পৃথিবী দেখাবো ।

ওরা এ দেশের লক্ষ বাবাকে পঙ্গু করে দিয়েছে । প্রতিদিনের এই সব বেয়নেট আর বুলেটের, কান্নার আর আর্তনাদের মাঝে থেকে অসুস্থ হয়ে গেছি আমি । আর তাই আমি সুস্থ হতে চাই নষ্ট হয়ে । আমি বিচার চাই নি কখনো । নষ্টদের সমাজে বিচার কেউ চায় না, চাইলেও পায় না ।

আমি তাই নিজেই নষ্ট হয়ে প্রতিশোধ নিতে চাই । নষ্ট হয়ে যায় যারা , কিংবা নষ্ট হয়ে গেছে যারা তাদের কোন বাবা নেই , মা নেই , বিবেক নেই , পাপ বোধ নেই , মৃত্যুভয় নেই । তাই ওদের দলে ভিড়বার আগে আমি সেই সব ভালো মানুষদের কাছে বিদায় চাইতে গিয়েছিলাম যাদের প্রতিদিন পঙ্গু হতে হয় , যাদের মেয়েরা প্রতিদিন তাদের সম্ভ্রম হারায় । আমি তাদেরকে বলেছিলাম , আমি নষ্ট হয়ে সেই সব পশুদের হত্যা করব । আমি বলেছিলাম, আমি নষ্ট হতে চাই নষ্টদের শাস্তি দিতে ।

কিন্তু, ওরা আমাকে অবাক করে দিল । ওরা ওদের প্রতিটি দিন বিষর্জন দিতে রাজি, তবুও আর একজনকেও ওরা নষ্টদের দলে যেতে দিতে রাজি নয় । আমি জানি না, কেন !!! কিন্তু আমি আজও উচ্ছন্নে যেতে চাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।