আমাদের কথা খুঁজে নিন

   

"একটা চিঠি, যা আমার মানিব্যাগে থাকে সবসময়।"

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা..... বি:দ্র: কাওকে ছোট করার জন্য না, বরং আমার কিছু সম্পদ শেয়ার করলাম। "বিষের মাছি" - Birthday Wish "#আমি জানিনা, ভবিষ্যতে আমার জীবন কিভাবে কাটবে বা আমি জীবনকে কিভাবে কাটাবো। হয়তো কাজের ভীড়ে হারিয়ে যাবে অতীতের সব সুখ, দুঃখ, আনন্দ, রাগের বা অভিমানের সব স্মৃতি।

হয়তো নতুন কোন স্মৃতির তৈরী হবে কিন্তু এখন বা এখন পর্যন্ত যা পেলাম বা তুই যা দিয়েছিস্‌ তা কল্পনাতীত। সব কিছুই অদ্বিতীয়। আর ভবিষ্যতে যা পাবো বা পাওয়ার সম্ভাবনা আছে- তা হবে দ্বিতীয়, তৃতীয়.......। সুতরাং Thanks রাগ করার জন্য, Thanks ঝগরা করার জন্য, Thanks আমাকে সময় দেবার জন্য, Thanks সবসময়ই সাথে থাকার জন্য, অবশেষে ভালোবাসার জন্য। Plz, Beside me up to campus life ~ As a good friend, as a best friend & as a partner of my joy. "Happy Birth Day" // বিষের মাছি 25.12. _____" পুন্শ্চ: হয়তো অতীতের এই শুভেচ্ছাই আমার আগামীর একমাত্র সম্বল, তাই সালটা দিলামনা।

আর চিঠিরটা হুবহু তুলে দিলাম। এমনকি প্রথমের "#" সাইনটাও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.