আমাদের কথা খুঁজে নিন

   

লম্বা চুল

লম্বা চুল রাত ভোর হতে না হতেই টুম্পা রেগে আগুন অবতার। আসলেই এ জিনিস মেনে নেয়া যায় না। কোন নারীই পারে না। টুম্পা কেঁদে ফেলল। বাড়ির সবলোক এসে হাজির হলো।

কারণ, কেউ বুঝল। বেচারাম বিজয় টুম্পাকে অনেক ভালোবাসে। হঠাৎ কেন কলোহ? সন্দেহ সর্বনাস ডেকে আনে। যারা মিথ্যাবাদী অন্যের কথাকে তারা সত্য ভাবতে পারে না। মিথ্যাবাদীর কাছে সব কিছুই মিথ্যা।

আর দোষীরা চিরকালই অপরকে সন্দেহ করে। সকল মানুষই অন্যের বিচার করে তার নিজের মত করে। এবার সত্য ঘটনাটি বলি। টুম্পার মাথার চুল পপকাটিং কিন্তু তার স্বামীর শরীরের উপর এতো বড় লম্বা চুল এলো কোথা থেকে? তার স্বামীর কাছে কোন মহিলা এসেছিল? স্বামীর প্রতি এ ধরনের অন্যায় কোন সতী মহিলাই মেনে নিতে পারে না। টুম্পার পপকাটিং চুল বিজয় পছন্দ করে না।

তবে তলে তলে এতো দূর? আপনারা কিছু বুঝলেন? নাকি আমাকে গোয়েন্দাগিরি করতে হবে? যাই হোক নিজেই একটু যাচাই করি। টুম্পার চুল খাটো কেন? সে খাটো চুল পছন্দ করে। এটা একটা ধারণা হতে পারে সঠিক উত্তর নাও হতে পারে। স্বামীর পছন্দ সে মেনে নেয়নি কেন? মনে হয় আমি অসল ঘটনাটি এড়িয়ে যাচ্ছি। গণ্ডগোল লম্বা চুল নিয়ে কিন্তু আমি টানছি খাটো চুল।

তাও আবার টুম্পার। টুম্পার ধারণা, বিজয় বাইরে যায়নি। কেউ একজন এ ঘরে এসেছিল। যার চুল লম্বা। এ সন্দেহের কারণ মানে, টুম্পা তখন বাইরে ছিল।

কেন ছিল? স্বামীকে সুযোগ দিয়েছিল? তাই যদি হয় তবে এখন তা মাথায় তুলে নিয়েছে কেন? বিজয়ের কোন জবাব নেই। শুধু ভাবনা। ভাবনা এতো বড় চুল কিভাবে এলো? তাহলে কি.....? বিজয় কি বলতে চায়? কার কথা বলতে চায়? থাক বিজয়কে বলতে হবে না। তবে আমার গোয়েন্দগিরি নষ্ট হবে। সব কিছুর দু'টো দিক থাকে।

ভালো এবং মন্দ। আমি একটু ভালো দিকটা মন্দ দিকে নিয়ে দেখি। আচ্ছা টুম্পা কোথায় ছিল? নিশ্চয়ই রুমের ভিতরে নয়? সন্দেহ করার মত চুল আছে বাদলের বউয়ের। রাত্রে বাদল তার স্ত্রীকে মেরে ছিল। হয়তো এই জন্য মেরে ছিল।

বাদল জেনে গেছে। তবে আমরা বাদলকে জিজ্ঞেস করলে জানতে পারব। কিন্তু এতো বড় গণ্ডগোলটা এতো তাড়াতাড়ি কেন সমাধান হবে? তবে আমার গোয়েন্দাগিরি কেন? “আমি বাদলের বউকে ডাকব। ” “মিরা রানী হাজির। ” “তোমাকে বাদল মারল কেন?” “আমি সব জানি বলে।

” ‘‘কি জানো?” “এ ঘটনার সব। ” “তুমি স্বামীর অবাধ্য কেন?” “প্রয়োজনে। ” “অনেক লোক এখানে হাজির। তুমি সঠিক উত্তর দাও। ” “আমার স্বামীর চরিত্র খারাপ।

” “তবে তোমার চুল ওর বিছানায় কেন? তুমি কেন এটা করলে?” “আমি করিনি। বাদল করেছে। বিজয় নির্দোষ। ” “নিজের দোষ ঢাকছো?” “না। বাদলের সাথে টুম্পার অবৈধ সম্পর্ক আছে।

আমি সেটা জেনেছি এবং তাকে নিষেধ করলে সে আমাকে মেরেছে। ” “চুল গেল কি ভাবে?” “আমাকে মেরে বাইরে রেখে টুম্পাকে ঘরে নিয়েছিল। আমার চুল ধরে মেরেছিলতো তাই অনেক চুল উঠে গিয়েছিল। সে চুল বাদলের হাতেই ছিল। সে হাতে টুম্পাকে ধরেছিল।

ওর হাতের চুল টুম্পার শরীরের লেগে যায়। টুম্পা রুমে গিয়ে স্বামীর সাথে মিথ্যা অভিনয় করার সময় সেটা বিজয়ের শরীরে লেগে যায়। টুম্পা প্রতারক। ও জানালা বন্ধ করে চাঁদের আলোকে নিভাতে চায়। ” “এবার বুঝলেন, টুম্পার মাথার চুল ছোট কেন? বাদলের পছন্দ বলে।

” ২৭/১১/২০১০ ইং যোগেশ সরকারের বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা - ১৩১০। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.