আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আহমেদ ১৩ ই নভেম্বর, ১৯৯৭

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... হিমু সমগ্রের দ্বিতীয় খন্ড বের হচ্ছে, আমার আনন্দিত হওয়া উচিত। কিন্তু কেনো জানি আনন্দিত হচ্ছি না, বরং খানিকটা বিষণ্ন বোধ করছি। বার বার মনে হচ্ছে যেদিন আমি থাকবো না, সেইদিন হিমুও থাকবে না। কবরের গভীর অন্ধকারে হিমুকে আমি নিয়ে যাবো। অথচ এমন তো হবার কথা না ।

প্রকৃতিতে কিছুই ফুরোয় না। সবকিছু ফিরে আসে। প্রতি বছর আকাশ অন্ধকার করে বর্ষা আসে, ফোটে কদম ফুল। প্রতি মাসে চাঁদ তার জোছনা'র দোকান খুলে বসে । কেউ জোছনা কেনে চড়া দামে এবং কেউ প্রায় বিনামূল্যে পেয়ে যায় ।

প্রকৃতি যেমন সবকিছুই বারবার ফিরিয়ে আনে- সে কি হিমুকেও আবার আনবে ? আগামী দিনের কোনো লেখক কি আবার ও পৃথিবীতে তাকে ফিরিয়ে আনবেন? আবারও সে হেটে বেরাবে পথে পথে? আহা, সে আসুক । এই ভয়ংকর সুন্দর পৃথিবীতে আমি না থাকলাম, সে থাকুক । তার চোখ দিয়েই আমি আবারও জোছনা দেখবো । তার সঙ্গে ভিজবো বর্ষার নবধারা জলে । -হুমায়ুন আহমেদ ১৩ ই নভেম্বর, ১৯৯৭ ধানমন্ডি, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.