আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষায় প্রহর

প্রতীক্ষার আগুনে জ্বালিয়ে মারছ তুমি, কত যে দিন গেল! কত যে প্রহর গেল! তুমি আসলে না ভালবাসার দীপ জ্বাললে না। প্রতীক্ষার দহনে জ্বলছি আমি, শুনেছি ভালবাসা নাকি খাটি সোনার চেয়ে দামী। ছোট্ট একটা ভুল তার এত্ত বড় মাশুল! তোমার প্রতীক্ষায় চোখ করেছি লাল অন্তরে বিষের জ্বালা মনটা টালমাটাল। ফিরে এসো হৃদয়ে আমার, ফিরে এসো আবার; নতুন সূর্য হয়ে রক্তজবাটি হয়ে ময়ুরকন্ঠি নায়ে ধান শালিকের পায়ে। ফিরে আস বারবার মন দিয়েছি তোমায়; দারুণ একটি বিজয় মাল্য পরাব তোমার গায়। প্রতীক্ষার অবসান চাই নতুন সূর্য চাই। অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী ভালবাসি তোমায়, শুধু তোমায়। ছবি -নেট  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।