আমাদের কথা খুঁজে নিন

   

তোমার প্রতীক্ষায় আছি

তোমার প্রতীক্ষায় আছি, চাতকের দল আকাশপানে বৃষ্টি কনা অন্বেষণে যেমনি ঠিক তেমনি; তুমি ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে কালোত্তীর্ণ এক সেতুবন্ধনে বাধবে মোরে ? এই আঙিনায় সেই কথাটি ভাবছি। তোমার প্রতিক্ষায় আছি, মখমলের গালিচা বিছিয়ে দেব তোমার পায়, তাই তৃষ্ণার্ত এ প্রাণ নিদারুণ অপেক্ষায় ! প্রহর গুনছি কত যে দিন গেল কত গোধূলীর লাল আভা আকাশে মিলিয়ে আঁধার নিশি হলো ; চেয়ে থাকি আনমনে তোমার পানে সঙ্গোপনে হয়তো এল তোমার আসার সময় এলো ! এবার তুমি আসবে বোধ হয় কদম শাখে মুকুল এল ফুল ফোটবারও সময় হলো; মেঘের দল চলছে ভেসে বরষা বুঝি এল এল। বাদলদিনের প্রথম কদম ফুলে ভাবছি তুমি আসবে কাছে সকল ফেলে তাই যেন ঘুরছি কেমনতর উড়ছি; ফুলে ফুলে ডালে ডালে ডালে ডালে ফুলে ফুলে আপন মনে হাওয়ায় দোলে তোমার আশায় দোলছি ; চাতকের দল আকাশপানে বৃষ্টি কনা অন্বেষণে যেমনি, ঠিক তেমনি । তোমার চিবুক ছোঁব তোমার গন্ডদেশে ভালবাসার আদর মেখে দিব ওষ্ঠে দিব ভালবাসার সুতীব্র চুম্বণ গাঁয়ে দেব শ্রাবণজল আর খোঁপায় দেব কদম ফুল । তোমার প্রতীক্ষায় আমি ব্যাকুল । ফোটবে কবে কদম ফুল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.