আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যার গল্প

প্রচ্ছদ: তৌহিন হাসান। প্রকাশক: সাম্প্রতিক প্রকাশনী। প্রকাশকাল: বইমেলা ২০১২ কয়েকজন সন্ধ্যা গাছের আড়ালে আঁধারের তলে বসে গল্প ছড়াচ্ছে আর উঁকি দিয়ে দেখছে পৃথিবীকে, পৃথিবীর হৃদয়টা একঝাঁক যুবকের মাথার উপর দিয়ে উড়ে এসে লতাপাতার মাঝে চুপ করে বসেছিলো, পৃথিবী সেই হৃদয়টাকে বুকে ধরে হেঁটে যাচ্ছে চারুকলার গেট হতে ছবির হাটের ভেতর। লতাপাতার ভেতর দিয়ে লাফ দিয়ে পড়ে কোন পুরুষের লগে গলাগলি করে কি-না হৃদয়খানি তাহার- সন্ধ্যার গল্প খুব আগ্রহ নিয়ে চেয়ে আছে পৃথিবীর হেঁটে যাওয়ার দিকে। সন্ধ্যার গল্পগুলো লাফ দিয়ে পড়ে বাদামঅলার ঝাঁকার সটান তলে, আর গুটিসুটি মেরে বসে থাকে, মাঝে মাঝে উঁকি দিয়ে দেখতে থাকে শিল্পকলা একাডেমীর গেটের ভেতর পরপুরুষের লগে পৃথিবীর প্রথম সাক্ষাতের ক্ষণ: অতঃপর তাহারা হাত ধরাধরি করে উঠে যায় শিল্পকলা একাডেমীর সংগীত মিলনায়তনে, পাশাপাশি বসে, আর শরীরে তাহাদের গেয়ে যায় কাঁপন, আহা লালন-হাসন গেয়ে যায়! আমরা কয়েকজন সন্ধ্যা জড়ো হই, চায়ের দোকানে খুঁজি মিষ্টি দই, যদিও মাসীর বয়েসী রমণীদের হাতের চুন খেয়ে চিভ খসে গেছে আমাদের উহাদের তাহাদের। আহা সবাই পুরুষ বয়েসী হাহাকারগুলো ভাবি, আমাদের প্রত্যেকের ঘরের দোয়ার খুলে আপেক্ষা করছে পৃথ্বী। ২৪.১২.২০১১, ঢাকা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।