আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যার পার্টির পর

http://profiles.google.com/mshahriar

সন্ধ্যায় আজ পার্টি ছিলো অঢেল খানাপিনা৷ কাচ্চি বিরিয়াণী গোটা গোটা আস্ত চিকেন রোস্ট ছানার দোলনা, খাসির চপ, রেজালা বোরহানী আর আরো কতো কি৷ আহা, কাচ্চিটা বড় জম্পেশ হয়েছিলো খাসির চর্বিটা- জটিল! কিন্তু শালা কোলেস্টোরোলের ভয়! আহা কোলেস্টোরোল সে পরে দেখা যাবে- এর জন্য কি খাওয়া বাদ দেয়া যায়? খাওয়া গেলো গলা পর্যন্ত৷ আফসোস- কখনো বেশি খেতে পারি না একটুতেই হাসফাস খোদার দুনিয়ায় শালা কোনো কিছু করে শান্তি আছে? পার্টি থেকে বের হলাম, টই টুম্বুর৷ হাঁটতে বড় কষ্ট হচ্ছিলো রাস্তায় শুয়ে গড়িয়ে নিতে পারলে বেশ হতো! হঠাৎ কোথা থেকে উড়ে এসে পড়লো দু'হাতি এক বেয়াদপ ছোড়া "দুইটা টেকা দেন, কিছু খামু!" মেজাজটা বিগড়ে গেলো- "শালা রাতদিন খালি টেকা দেন টেকা দেন খামু খামু খামু, এতো খাস তবু তোদের পেট ভরে না? যা ভাগ!" ছোকরা ভেগে গেলো৷ রাতের ঠাণ্ডা বাতাস উড়ে এসে লাগতেই মনে হলো- আহা কাচ্চিটা বড় জম্পেশ ছিলো আরেকটু যদি খাওয়া যেতো! আহা জম্পেশ... বড় জম্পেশ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।