আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্তের বাইরের বিন্দু!

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. : কি রে ?? রাগ করছিস নাকি?? : নাহ! রাগ করবো কেনো? আজব! : তাইলে? বারে বারে শুধু ঐ যন্ত্র টার দিকে কেন তাকাও?? : জানি না! জানো একবার মনে হয় কথা বলি! আবার মনে হয় নাই বলি! একবার মনে হয় বিরক্ত করি আবার মনে হয় নাই বা করি! একবার মনে হয় কাঁদি আবার মনে হয় না! : এখন কি ইচ্ছে হচ্ছে?? : এখন? এখন মনে হচ্ছে..ডুব দিতে! কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না! কাজ থেকে এসে সোজা রুমের দরজা বন্ধ করে বসে আছি! একা! খুব ইচ্ছে হচ্ছে কালকের প্রোগ্রামে না যাই! বাসায় থাকি! বাট আমি না গেলে গিফট কার্ড টা কে কিনবে? কেন যে আগ বারিয়ে সবাই কে বলতে গেলাম! এখন সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকবে! অথচ আমার খুব ইচ্ছে করছে কোলাহলের বাইরে কোথাও থাকতে..একা ..খুব একা!! : হুমম! তোমার ও কি বিলাসিতা করতে ইচ্ছে করে ?? : ঠিক করে না! বলতে পারো এই মুহুর্তে মন বিলাসিতা করছে! : একদিন পর ক্রিসমাস! আমি কখনো সানতায় বিশ্বাস করি না! বাট এইবার সানতার কাছে একটা গিফট চাইতে ইচ্ছে হচ্ছে :-) : কি গিফট?? শার্লক হোমস কে সামনে থেকে দেখার? ;-) : নো! তোমার কি ধারনা আমি ঐ বুড়ার প্রেমে হাবুডুবু খাচ্ছি??? মুভিটা দেখার জন্য পাগল ছিলাম কারন মুভিটা গ্রেট! প্রথমটার চেয়ে ২য় টা বেশি ভালো করছে! তুমি স্বীকার করো আর না করো! :তাইলে আর কি চাইবা তুমি?? : কেনো? তোমাকে কেন বলবো??? তুমি কি আমাকে গিফটা দিবা? : দিতেও তো পারি! চেয়েই দেখো? :আচ্ছা তুমি এমন কেনো?? এমন কেনোওওও?? আমি ক্লু লেস! কেন আমার সাথেই এমন হয়? মাঝে মাঝে মনে হয় তুচ্ছ এই আমি..বৃত্তের বাইরে..বাইরেই রবো চিরকাল! মাঝে মাঝে সেতু ধরে হারিয়ে যেতে চায় মন। উদাস এই মনটারে উরিয়ে দিয়ে কিছুক্ষন নীরব হয়ে চেয়ে থাকি ঐ দুরে, দুর সূদুরে অযুত নিযুত ইচ্ছে যত আকি আমি আকাশের নীল ক্যানভাসে.. আর ভাবি বৃত্তের বাইরের বিন্দু আমি..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।