আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্তের বাইরে-৩

আমার এমন কিছু দুঃক্ষ আছে যার নাম... তিলক কামোদ এমন কিছু স্মৃতি যা... সিন্ধু ভৈরবী জয় জয়ন্তীর মত বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে কিছু কিছু অভিমান , ইমন কল্যাণ শরদ বাজাতে জানলে বড় ভালো হত.....!!!!!! বিবাহিত টয়া বহুদিন থেকে তার চারপাশে এক বৃত্ত গড়ে তুলেছিল যেখানে সে খুঁজে নিয়েছিল তার একান্ত নিজের ভুবন, আনন্দে সময় কাটানোর রসদ। নিজের মনে ব্যস্ত থাকত , শুনতো সুন্দর সুন্দর গান, পরতো ভাল বই, কখনোবা movei দেখে, কখনোবা একা একা শপিং করে কাটিয়ে দিত অবসর সময়টুকু। কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই তার। সবাই বলে কত সুন্দর সুখী দম্পতি কারন টয়ার স্বামী একজন সুদর্শন সফল মানুষ। কোন কিছুরই অভাব নেই তাদের ।

সুখী মানুষের অভিনয় করতে করতে টয়া ক্লান্ত, সব কিছু থেকেও নিজেকে নিঃস মনে হয় টয়ার । বাস্তবতা টয়াকে কুরে কুরে খায়, দিনের পর দিন টয়ার ভিতর টা খা খা করে, বিষন্নতায় মন-প্রান ছেয়ে যায়। নিত্য নতুন পর নারীতে আসক্ত টয়ার স্বামী, অনেক ভালবেসেই নিজের পরিবারের বিরুদ্ধে যেয়ে বিয়ে করেছিল টয়া। বড়লোকের একমাত্র ছেলের বউ হবার মূল্য দিতে হয়েছে পদে পদে । সবার মনের মত হতে চেয়েছে ।

কিনত্ত যার জন্যে এত কিছু বছর যেতে না যেতেই টয়া কে তার পুরনো লাগল, ঘরের পুরোন আসবাবের মত এক কোনে পরে রইল টয়া। নিজের বৃত্তের মধ্যে আবর্তিত হয়েছে টয়ার কান্না। হয়তো বেছে নিতে পারত একাকী জিবন কিনত্ত সেটা কি বর্তমান জিবনের চাইতে কোন অংশে ভালো হত ? অবিবাহিত টোকন সেই বৃত্তে চিড় ধরিয়ে দিয়েছিল। খুব সাধারন একটি ছেলে কি এক অসাধারন দক্ষতায় টয়ার জিবনটাকে নাড়িয়ে দিয়ে গেল। হিশেব নিকেশ করে প্রেম ভালবাসা হওয়া টা মনে হয় অনেক জরুরী, জিবন তাতে জটিল হয়ে ওঠে না।

মানুষের মন বড় বিচিত্র , কখন যে ঘুরির মত মন কোথায় কার কাছে আটকে যায় কে জানে ? টোকন টয়ার জিবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে কিনত্ত ফেলে গেছে কিছু ছোট্ট ছোট্ট ভালো লাগার স্মৃতি । টয়া টোকনকে আটকায়নি । ভালবাসার মানুষটির জিবন ভরে উঠুক নতুন স্বপ্নে। আজো টয়া মাঝ রাতে ঘুম ভেজ্ঞে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকে, রাতের আকাশ দেখে, আর তার অনাগত সন্তানের কাছে মাফ চায় যাকে পৃথিবীর আলো সে দেখতে দেয়নি । টয়ার গর্ভে টোকনের ভ্রন হত্যার স্মৃতি টয়ার বুকে কাটার মত বিঁধে।

নিজেকে প্রশ্ন করে কি হত ভ্রন টিকে মেরে না ফেললে ,টয়ার স্বামীর পরিচয়ে বড় হত সে , পৃথিবীর কেউ জানত না , হয়তো এই সন্তানটি টয়া আর তার স্বামী কে দিতে পারত এক নতুন জিবনের সন্ধান। টয়ার ভালবাসার সন্তান , মা হবার অপার্থিব আনন্দ টুকুতো টয়া পেতে পারত । সেটাও হল না এই সমাজের ভয়ে । http://www.youtube.com/watch?v=jsuIpBrCi2k ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।