আমাদের কথা খুঁজে নিন

   

‎"লীলা বালি

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে লীলা বালির খেলা শুরু হলো আবার ঘুমন্ত পশুরাও খেলবে আগুন নেভানোর ছলে। ঘাস ফড়িংও বাদ যাবেনা, শুরু হলো প্রহেলিকার জ্বালা, শুরু হলো লীলাবালির খেলা। দেয়ালের পাশে কান পেতে ঘুম ভাঙ্গে মাঝ রাতে, শাড়ির আঁচলও সরে যায়, নাভির নিচে খাঁজ কাটা হৃষ্টতায়, চোখ যেন আটকে গেছে কোন এক বন্দীশালায়। সন্ধ্যা এগিয়ে আসে আকাশের রুগ্নতায় । হরেক রকম বাতি জ্বলে নর্তকীর বেশে লীলাবালির দেখা মিললো প্রলয়ের নাচে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।