আমাদের কথা খুঁজে নিন

   

একান্তই ছেলেদের, মেয়েরা দূরে থাকুন

http://www.somoyerdhoni.net/ আমার এক বন্ধু আছে। বন্ধু মানে মেয়ে বন্ধু। টমবয় টাইপের। ছেলে না মেয়ে খুব কাছ থেকে না দেখলে বোঝার কোন উপায় নেই। মাঝে মাঝে ভাবি আল্লাহ মনে হয় ভুল করে তাকে মেয়ে বানিয়েছে।

কথা বলার ষ্টাইল, হাঁটার ষ্টাইল সব মিলিয়ে সে ছেলে। পরেও সব ছেলের। শার্ট, প্যান্ট, জুতা এমনকি ঐটাও ছেলেদের পরে। আমার একটা কথা আছে। মেয়েরা ছেলেদের পোষাক পরলে সবাই তাদের স্মার্ট বলে।

আর ছেলেরা মেয়েদের পোষাক পরলে সবাই তাদের ছেলে ও মেয়ের মাঝামাঝি কোন এক প্রজাতি মনে করে। কেন? এই একটা জায়গায় ছেলেদের হার। তবে ছেলে বলে কথা। ছেলে জাতি হার মানবে তা কি হতে পারে!! কথা হল সেই মেয়ে বন্ধুটির সাথে। ‘আচ্ছা দোস্ত, তুই কি ছেলেদের সব পোষাক পরিস?’ তার সোজাসাপ্টা উত্তর ‘আবার জিগায়’।

‘কিন্তু ছেলেদের এমন একটা পোষাক আছে যা কোন মেয়ে চাইলেও কখনোই পরতে পারবে না। জানিস’? সেতো পুরাই টাসকি খেয়ে গেল। কি এমন পোষাক আছে যা মেয়েরা কখনো চাইলেও পরতে পারবে না! অনেক ভেবে চিনতে শেষে সে ধরেই নিল যে আমি চাপা মেরেছি। তারপর আর কি। ধরা হল বাজি।

তবে সে বাজিতে অবশ্য জয় আমারই হয়েছিল। তার মানে হল এমন পোষাক আসলেই আছে। তবে সেটা কি??? জানলে ভাল। না জানলে জানুন এখান থেকে। লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।