আমাদের কথা খুঁজে নিন

   

একান্তই নিজের কিছু অনুভব

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

শুভসকাল আজ সামু র কিছু বিতর্কিত ব্লগ নয়ে লিখছি সমালোচনা নিজের মতামত প্রকাশ কাল একটা লেখা ও শিরোনাম ছিল .নতুন নতুন ব্লগারদের দৌরত্যে পুরানো অনেক ভাল ব্লগার/লেখক এখন আর সামুতে আসে না/লেখেনা। আমার বক্তব্য পুরনোদের কেউ আটকিয়ে রাখেনি তারা লেখেন না বা বলতে পারেন এতই খ্যাতি সম্পন্ন হয়েছেন যে পুরনো কথা মন এ নেই বা নতুন কোনো জায়গায় লিখে আনন্দ্দ পাচ্ছেন .হয়ত যতই দিন যাচ্ছে জীবনের চোরা গলিতে পথ আটকে যাচ্ছে হাজার সমসা তার সমাধান করতেই প্রাণ ওষ্ঠাগত তাই এখানে লিখছেন না.......... তারা অবশই লিখবেন ,,নতুন ব্লগার বলে বলছিনা লেখা আমার অভ্যেস নয় লেখা পরাটাই অভ্যেস যারা একটু বেশি মন্তব্য পান ভাবেন আমি অনেক বড় হয়ে গেছি..কেন ওই নতুনদের লেখায় মন্তব্য করব আমি কিন্তূ সব পড়ি এখানে এসে দেখলাম আমার দেশের ছেলেরা কত কি পারে পড়ি খেলার বিষয়ক মন্তব্য .ড: ইউনুস কে কত লিখার ঝড়..। এখন আর একটি প্রসঙ্গ প্রভা আর কত দিন প্রভা কে নিয়ে লিখব এমন কত প্রভা প্রতিনিয়ত লাঞ্চিত হচ্ছেন আমরা জানিনা কিন্তূ হচ্ছেন এটা সত্তি তারা মিডিয়ার সাথে যুক্ত নন বলে নিউজ এ শিরোনাম এ আসেন না..............শুধু কি ভিডিও আরো অনেক ভাবেই প্রতারিত হচ্ছেন কিন্তূ সমাজ তথা সংসার এর দিকে চেয়ে চুপ করে থাকেন রাজীব এর সাথে তার প্রেম ছিল আপনারা রাজীব কে নিয়ে লিখছেন না কেন কেন প্রতিবাদ করছেন না..........এখানে ওদের তিন জনেরই দোষ সমান............বন্ধু বেশী অনেকেই আসেন জীবনে পরে বন্ধুত্ব আর থাকে না হয়ে যায় প্রেমিক প্রেমিকা এমন উদহারন অনেক আছে একটু সহানুভুতির দৃষ্টি দিয়ে দেখি মেয়ে বলেই কি এত লিখা আমাদের মেয়েদের শুধু শিক্ষিত হলেই চলবে না হতে হবে স্বশিক্ষিত !!!!!!!!!!!!!!!!!! মানুষ চেনা এত কঠিন কেন এমন একটা শিরোনাম দেখে পড়তে গিয়েছিলাম সত্তি মানুষ চেনা কঠিন নিজের পাশের মানুষটি,ঘনিষ্ট বন্ধুটি কে মাঝে মাঝেই অপরিচিত অচেনা মন এ হয় একসময় যার যাতায়াত ছিল অবারিত একসময় হয়ে উঠে এক্কেবারে অন্য মানুষ আত্মা বিক্রির বিরাট মূল্যহ্রাস এই লিখাটি খুব ভালো লাগলো যদিও মন্তব্য করিনি প্রিয়তে রেখে দিলাম পরে করব বলে.......... "যে সম্মানিত লোকটি টাকা-খ্যাতি-পদ-পদবীর জন্য স্বৈরাচার, পরাশক্তি, বিদেশি এজেন্ট, কালো টাকার মালিক, ভূমিখেকো প্রমূখদের কাছে নিজের সত্তা এবং বিবেক বিক্রি করে তার সাথে সমাজের ঘৃণিত ঐ পতিতা নারীর ব্যবধান কতটুক, তখন আপনার-আমার উত্তর কি? " চিরকাল নারী হয়ে উঠেছে বিতর্কিত কারো জন্য ধ্বংশ হয়েছে কোনো নগরী কিন্তূ এই নারীই আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা এখানে আমার উত্তর একটি পুরুষ শাসিত এই সমাজে নারী র সম্মান পাওয়াটা সত্তি কঠিন। আমার চয়ন কান্তি দাদার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি নিজের দেশকে অমন করে দেখতে হয়না আপনার মন্তব্য ঝড় তুলেছে। খেলা সেতো মনের আনন্দের জন্য আজ আমার দেশ খেলছে এর চেয়ে আনন্দের সেদিনের খেলায় আমাদের বলার দের বল ও ছিল দুদান্ত বোলিং সে দেশেরই হোক না কেন আমাদের স্বীকার করতেই হবে..............ভালো খেলা মন এ আনন্দ্দ দেয় আমার তেমনটি চাই আমাদের ছেলেরা আমাদের অহংকার .। সামু আমার কাছে অনেক কিছু কাজের ফাকে পড়ি সবার লেখায় পড়ি.অনেক মন্তব্য পড়ি কোনোটা হাসির কোনটা গঠন মূলক আমার ভালো লাগা সব বল্গার ভাই ও বোন কাউকে ছোট করে বড় হওয়া যায় না আমরা সবাই বড়.....আমি এখানে কারো প্রিয় হতে আসিনি আবার অপ্রিয় হতেও কষ্ট তবুও বলব খুব ভালো লাগে আমার এইসব বন্ধুদের কবিতা গল্প আর নতুন নতুন লিখা.।একসময় কেউ একজন আমায় বলেছিল আজ নিজের বৃত্ত আমার একজন বন্ধুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যত বড় হই আমাদের বৃত্ত তত বড় হয়। এখানে আমি এক নতুন বিশ্ব দেখছি যা আমার জগত কে অনেক অনেক বড় করছে প্রতিনিয়তই যারা প্রিয় আছেন তারা চিরকাল প্রিয় থাকবেন কিন্তূ সামু সত্তি আমার যেমন ইচ্ছে লিখার কবিতার খাতা ... এই সামু তে আমি যত না পেয়েছি হারিয়েছি অনেক অনেক বেশী। .এখন সময় কাটে কাজে সময় কাটে সামুর বন্ধুদের লেখা পরে তোমার প্রতি কৃতজ্ঞ তুমি থাকলে এমনটি হতনা আমার হারিয়ে যাওয়া বন্ধুকে বলছি । সবার জন্য রইলো ভালথাকার শুভকামনা ..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।