আমাদের কথা খুঁজে নিন

   

একান্তই নিজের ভাবনা



ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য সেমিনার, সিম্পোজিয়াম, প্রেস কনফারেন্স এসব খুব ভালোবাসেন। তিনি একজন অর্থনীতিবিদ। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ান না। অর্থনীতি নিয়ে তার নিজের উল্লেখযোগ্য কোনো বই আছে বলে জানি না। তবে তিনি কিন্তু পন্ডিত ব্যক্তি হিসেবে দাপটের সঙ্গে পরিচিত।

তিনি সরকারের আর্থিক নীতি, কৌশল বিষয়ে তথ্য-উপাত্ত গবেষনা করে সরকারকে পরামর্শ দেন। যেদিন তিনি এ রকম কোনো পরামর্শ দেশ ও জাতিকে জানাতে চান, সেদিন তিনি বড় আয়োজন করে সংবাদ সম্মেলন করেন। যা বলেন, যাই হোক না কেন, সেটা ছাপা বা সম্প্রচারিত হয় ফলাও করে। তার নিউজ ছাপানোর ব্যাপারে সংবাদ মাধ্যম খুবই উদার। এ দিক থেকে খুব ভাগ্যবান তিনি।

তিনি জানাশোনা লোক। সরকারও তার পরামর্শ শোনে। তবে রাজনীতিবিদেরা যেন তার দু চোখের বিষ। রাজনীতিকদের তিনি দেখতে পারেন না। কিছুদিন আগে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো আপগ্রেড করার পরামর্শ দিয়েছেন।

তিনি ‌'‌বেসরকারি খাতের' একজন ব্যক্তি। কেন তিনি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর পরামর্শ দিলেন, বুঝলাম না একবিন্দুও। এই মাথাটার ওপরে কাঠাল ভাংতে ইচ্ছে করছে। কিছুই বুঝি না। তারপরও ড. ভট্টাচার্য্যকে আমার ভালো লাগে।

কারণ তিনি পন্ডিত ব্যক্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।