আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশার স্বপ্নটি যেন না হয় মূল্যহীন...........

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... আমি দেখিনি যুদ্ধ শুনিনি স্টেনগানের শব্দ ! শুনেছি স্বাধীনতা অর্জনের জন্য বাঙালীরা কতটা ছিল ক্ষুব্ধ । নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমার সোনার বাংলার বীরেরা বাংলার বিজয় এনেছিল ছিনিয়ে। দেখতে দেখতে কেটে গেছে ৪০টি বছর স্বাধীনতা রূপ নিয়েছে এখন স্বার্থপরতায় জীবন বাজি রেখে লড়েছিল যে মানুষগুলো বেচে আছে তারা আজ শুধু ইতিহাসের পাতায় । রক্তে গড়া এই সোনার বাংলাদেশে আদৌ কি পেয়েছি স্বাধীনতার উপহার ভেবেছে কি কেউ একক ভাবে দেশের কথা ক্ষমতার অপব্যবহারে গড়ছে শুধু সম্পদের পাহাড় । স্বাধীনতা এখন শুধু কবিতায় আর চ্যানেলে চ্যানেলে লাইভ টকশোতে কি লাভ তাতে, আর কিই বা যায় আসে এসব আজাইর্যা কথা বার্তাতে ।

স্বাধীনতা এখন ক্ষমতা গ্রহণ করেই নাম পাল্টানোর খেলায় মেতে উঠা নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের বাড়িয়ে দাম অসহায় জনগণের স্বপ্ন টুটা । ডিসেম্বর এলেই শুনি শুধু মুক্তিযোদ্ধাদের করুন কাহিনী অসহায়, দুবেলা জুটে না অন্ন অবহেলায় পড়ে টানছে জীবনের ঘানি । কেন নেইনি আমরা সারা বছর তাদের কোন খবর কেন করিনি দুমুটো অন্নের ব্যবস্থা তুলে দেইনি কেন থাকার জন্য একটি ঘর । কি শিখবে আমাদের প্রজন্ম বুঝবে কেমনে স্বাধীনতার মর্ম দেশের জন্য লড়বে কিভাবে করবে কিভাবে ভাল কোন কর্ম । কেটে যাক সব অন্ধকার ফিরে আসুক বাংলার সুদিন নি:স্বার্থ কেউ আসুক ক্ষমতায় চলে যাক বাংলার দুর্দিন ।

অসংখ্য রক্ত একবিন্দুতে কথা বলবে যেদিন সেদিনই সুদ হবে বীরদের দেয়া রক্তের ঋণ বিজয়ের আনন্দ যেন ফিরে আসে প্রতিটি দিন আশা আর প্রত্যাশার স্বপ্নটি যেন না হয় মূল্যহীন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.