আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশার বিপরীতে

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

মানব মন প্রতি মুহূর্তই প্রত্যশা করে কোন না কোন কিছু। কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী পায় না অনেকই। ফলে জীবনে কিংবা সমাজেও পড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর প্রভাব। দেখা দেয় পারিবারিক সমস্যা। ফলে জীবন তথা সমাজের অবস্থা পরিবর্তিত হয়।

এই পারিবারিক সমস্যা ক্রমান্বয়ে সামাজিক সমস্যায়ও মাঝেমাঝে পরিণত হয়। আর রাষ্ট্র সমাজের বাইরে নয়। যেহেতু, রাষ্ট্র সমাজের বাইরে নয় সেহেতু, এই সমস্যায় রাষ্ট্রের সকল মানুষ পতিত হতে পারে এবং তা হয়। এই প্রত্যাশার বিরূপ প্রতিক্রিয়া আমরা একটু দৃষ্টি দিলে রাজনৈতিক দলগুলো মধ্যে দেখতে পাই। ফলে রষ্ট্রের সবাই এর ছোবলে বিদ্ব হয়।

ডাকা হয় হরতাল, বর্জন করা হয় সংসদ অধিবেশন। এতে সাধারণ মানুষেরই ভোগান্তি বাড়ে। এসব যে কতো প্রকট তার আমরা সবাই ভোক্তভোগী। আবার প্রত্যাশার সাথে প্রাপ্তির যোগসূএ থাকলে বৈরীতা থাকে না। ফলে কমবেশী ব্যক্তিগত কিংবা দলীয় উন্নয়ন সাধিত হয়।

বলতে গেলে প্রত্যাশাকে কেন্দ্র করেই যদি রাষ্ট্রীয় উন্নয়ন আবর্তিত হয় তবে সাধারণ মানুষের অমঙ্গল হবার সম্ভাবনাই থাকে বেশী। বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মকান্ড আবর্তিত হয় এই সূত্রে- প্রত্যাশা=প্রাপ্তি=বৈরীতা ১ = ১/২ = -১/২ ১ = ১ = ০ ০ = ০ = ০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.