আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা চলচ্চিত্রের প্রত্যাশার বছর ২০১৩

বাংলা চলচ্চিত্র নিয়ে আমাদের প্রত্যাশার শেষ নেই । ২০১৩ সালকে ভেবে নিচ্ছি বাংলা চলচ্চিত্র এগিয়ে যাওয়ার এক মাইলফলক বছর হবে । এ সময়টায় বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলতে থাকবে ডজনখানিক এর উপর ডিজিটাল চলচ্চিত্র । যেহেতু আমি মুভি দেখতে ভালোবাসি তাই অবধারিতভাবে আমি তাতে অনেকটুকু আনন্দিত । যতদূর জানি এই সময়ে প্রেক্ষাগৃহসমুহে চলতে থাকবে নিম্নোক্ত চলচ্চিত্রগুলো ।

তাহলে একনজরে দেখে নিন কি নাম সেইসব চলচ্চিত্রের । ২০১৩ সাল জুড়ে বাংলাদেশের সিনেমাজগতে যে ছবিগুলো দাপিয়ে বেড়াবে বলে আশা করছি সেই ছায়াছবিগুলোর নাম দেয়া হল । আশা করি আমাদের চলচ্চিত্রজগতে আমরা আবার ভালো সময় ফিরে পাবো আর সাধারণ দর্শকরাও সিনেমাহলে গিয়ে ছবি দেখবে । মুভিগুলোর কারিগরি দিক এবং কিছু ছবির দৃশ্যায়ন ইতিমধ্যে দর্শকনন্দিত হয়েছে । আর আমাদের চলচ্চিত্রজগতে আবার সুদিন আসবে সেই প্রত্যাশায় রইলাম মুভিপাগল এই আমি ।

১. টেলিভিশন ২. দেহরক্ষী ৩. পারলে ঠেকা ৪. চোরাবালি ৫. না-মানুষ ৬. পিতা ৭. হ্যালো অমিত ৮. অল্প অল্প প্রেমের গল্প ৯. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ১০. ছায়াছবি ১১. রান ১২. টু বি কন্টিনিউড ১৩.ফায়ার ফ্লাই ১৪. পরোবাসিনি ১৫. ভালোবাসার রংধনু ১৬.কোড মায়া ১৭. রিটার্ন অব দ্য সেইন্ট ১৮. পায়রা ১৯. নি:স্বার্থ ভালোবাসা ২০.প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা ২১. এক কাপ চাএকজন চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক স্বপ্ন , অনেক প্রত্যাশা আর সেই লক্ষ্যে ফেসবুকে আমাদের কিছু বন্ধুর রয়েছে মুভিপাগল নামে একটি গ্রুপ । এখানে আমরা সকলে দেশ-বিদেশের বিভিন্ন মুভি নিয়ে আলোচনা করি , মুভির রিভিউ দেই । বর্তমানে এই গ্রুপে আছে ২৭০ জন সদস্য । আমরা নতুন কোন বাংলা ছবি রিলিজ পেলেই দলবেঁধে গ্রুপ থেকে দেখতে যাই । আমরা চেষ্টা করছি বাংলা চলচ্চিত্রকে বুকে ধারণ করে এগিয়ে যেতে ।

আর সবশেষে বলি , আমরা সবদেশের মুভি দেখব অবশ্যই কিন্তু সাথে আমাদের বাংলা চলচ্চিত্রও দেখা উচিত , তা না হলে আমরা খালি বাংলাছবিকে খালি খালি বলব বলিউডের ছবির থেকে খারাপ । আবারও বলতে চাই আমি যদি হলে গিয়ে ছবি না দেখি তবে প্রযোজক টাকা পাবে কোথা থেকে ? আর টাকা না পেলে ভালো বাংলা ছবিও নির্মাণ হবেনা , আর নির্মাণ না হলে আমরা ভালো বাংলা ছবি দেখতে পারবোনা । আর সেইজন্যেই এবার আমাদের অন্তত হলে গিয়ে এই ছবিগুলো দেখার চেষ্টা করা উচিত এবং পরিচালক ও প্রযোজকদের উৎসাহিত করা উচিত যাতে তারা ভালো চলচ্চিত্র নির্মাণ করে । আর ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ মুভিপাগল ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.