আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআরের রাইফেল স্কোয়ারটাও এখন সীমান্ত স্কোয়ার - আমার নতুন করে একটু দু:খ লাগলো

যেকোন কারনেই হোক, বিডিয়ারকে আমি অনেক মিস করি। এই "মিস করি" টার অর্থ ভালোবাসা টাইপ অনুভূতিটা। আমি সবসময় পুলিশকে অপসন্দ বা এককথায় ঘৃণাই করতাম। সেনাবাহিনীদেরকে করতাম ইর্ষা। মনে হতো এরা শুয়ে বসে সুখে জীবন যাপন করতেছে।

আমি ঠিক জানিনা। আমি আমাদের দেশের সেনাবাহিনীকে এমনিতে ভালোই বাসি। আমি ঘোরালো রাজনীতি নিয়ে ভাবিনা। সহজভাবে দেখি সরকারী দলগুলো বিদায় নেবার পরে ত্বত্ত্বাবধায়কের সময় সেনাবাহিনী সব মাস্তান আর গডফাদার আর ভয়ঙ্কর রাজনীতিবিদদের কঠিন ধোলাই দিতো। তাই, সেনাবাহীনিকে ভালোই লাগে।

কিন্তু এই বিডিয়ার নামটা সব ছাড়িয়ে বেশি ভালো লাগতো। এরা সরাসরি দেশের সীমানায় সার্বক্ষণিক জেগে আছে, পাহারা দিচ্ছে, আবার আমার দেশের বিডিয়াররা মারাত্তক দেশপ্রেমিক আর বীর-ও ছিলো। ভারতীয়রা আমাদের বিডিয়ারের সাথে যুদ্ধে পারতো না। আমরা জিততাম। কিন্তু বিডিয়ার এখন আর নেই।

আমার কষ্ট লাগে মাঝে মাঝে মনে পড়লে। আমি চাই, তারা আবার আগের মত আগের নামে ফিরে আসুক। আজ লালমাটিয়ার দিক থেকে আসতেছিলাম আমি। শীতের কারনে বাসের সব জানালা বন্ধ থাকায় ভেতরটা গুমোট হয়ে ছিলো। আমি দমবন্ধ পরিবেশটা ভুলে থাকার জন্য কানে হেডফোন লাগিয়ে প্রিয় কিছু গান শোনার চেষ্টা করছিলাম।

জিগাতলার মোড়টা পার হবার পর আমার চেখে পড়লো, নিয়ন সাইনে লেখা নামটা। সীমান্ত স্কোয়ার। তাহলে বিডিয়ার = বাংলাদেশ রাইফেলস এর রাইফেল টা সব কিছু থেকেই একেবারে কেড়ে নেয়া হয়েছে । রাইফেল ছাড়া আমার প্রিয় বিডিয়ার বাহিনীটা এখন আর সীমান্তে ভারতীয়দের সাথে যু্দ্ধে জিততে পারেনা। রাইফেলই যদি না থাকলো, কেমনে পারবে! আমার খারাপ লাগে।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.